এবিবি-ফান প্রশ্ন-৬৮ || আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

প্রথমেই টাকা গুলো গুনতে শুরু করে দিতাম। তারপর মাথার কি অবস্থা থাকে সেই ভাবে কাজ করতাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

তাইলে আর দেরি না করে চাঁদে জায়গা কিনতাম। সেখানে বৌটাকে পাঠিয়ে দিতাম এবং মনের আনন্দে এখানে বসবাস করতাম। যাক বৌটাকে তো খুশি মনে বিদায় করতে পারতাম।

 2 years ago 

বউ এর হাত থেকে বাঁচার জন্য ভালো একটা সিদ্ধান্ত ছিল হাহাহা

Loading...
 2 years ago 

লটারিতে ১ কোটি টাকা পেলে ওই টাকাগুলো জমিয়ে রেখে আরো চার-পাঁচটা টিকিট কেটে নিয়ে আসতাম তখন সব টাকা দিয়ে মনের আশা পূর্ণ করতাম, তারপর পায়ের উপর পা তুলে স্টিম এর আপ ডাউন দেখতাম। আহ কি শান্তি!

 2 years ago 

সত্যি কথা বলতে এরকম কিছু যদি আমার সাথে হয় তাহলে আমি সর্বপ্রথম আমার যে শখ গুলো আছে সেগুলো পূরণ করে বাকি টাকা দিয়ে স্টিম কিনতাম। এরপর পাওয়ার আপ করে সর্বপ্রথম এই পোস্টে একটা ভোট দিতাম। 😁😁

সুমন দা এই স্টিম কেনার কথা কিন্তু আমার মাথায়ও আসছে।

 2 years ago 

আপনি স্টিম কিনলে আমার অর্ধেক ভাগ দিয়েন। আমি পেলেও পাঠিয়ে দিবো। 😛

ডিল ফাইনাল সুমন দা। আমি রাজি।😁 তবে blacks দা এ কি লোভ দেখিয়ে গেলো, আমার তো রাতে ঘুমাতে সমস্যা হয়ে যাবে।😰

 2 years ago 

লটারি না পেলে blacks ভাইয়ের নামে মামলা করতে হবে😁

Blacks দার যে পাওয়ার এখানে আমাকেই তুলে নিয়ে যাবে পুলিশ, যদি কেস করি সুমন দা। হা হা হা...🤣🤣🤣

 2 years ago 

আমাকে খুঁজে পাবে না। 😋🫢🫢

আমি তো দাদার সাথেই থাকি সুমন দা। আমাকে তো ধরবে পুলিশ।🤣🤣

 2 years ago 

সাথে আমারেও কিছু ভোট দিয়েন কিন্তু 🤣🤣

 2 years ago 

আচ্ছা।।। 😁

 2 years ago 

পরে কিন্তু ভুলে যাবেন না ,আমি কিন্তু সিরিয়ালের প্রথমে 😜😜

 2 years ago 

অপেক্ষা করেন অনন্তকাল 😜

 2 years ago 

করলাম আরকি ,তারপর ও যদি কিছু ভোট পাই 😜😜,তারপর আপনার ভোট পেয়ে আমি অনেক গুলা স্টিম জমাবো ,তারপর সেগুলা বিক্রি করে চাঁদে জমি কিনবো। 😜

আমাদের এখানে যেহেতু জমির দাম বেশি তাই মাত্র ৩ কাঠা জমি কিনব। এবং এই তিন কাঠা জমির উপর চার তলা বিল্ডিং বানাবো। তারপর বছর খানেকের ভিতরেই চারখানা বিয়ে করব আর পড়াশোনাকে ডিভোর্স দিয়ে দেবো। তারপর সকাল বিকাল "একতলা টু চারতলা" আবার "চারতলা টু একতলা" করতে থাকবো। এতে করে আমার শরীর ও যেমন ফিট থাকবে তেমনি মন মেজাজও ফুরফুরে থাকবে। আর এইসব কিছু শেষ হলে যদি বাকি কিছু টাকা থাকে তাহলে তা দিয়ে পৃথিবী ভ্রমণে বেরোব।
 2 years ago 

এইসব না করে এক কোটি টাকা গরিব মানুষদের দান করে দিয়েন ভগবান আপনার মঙ্গল করবে।

আমি নিজেই গরীব। আমি আবার কাকে দেবো।

 2 years ago 

পকেটের দিক থেকে গরিব হলেও মনের দিক থেকে বড়লোক হওয়া প্রথম জরুরী কাজ।

 2 years ago 

বাপরে বাপ,চারখানা বিয়ে তাহলেই বছর খানেকের মধ্যে আরো চারজন বেড়ে যাবে পরিবারে ,আপনার আর পৃথিবী ভ্রমন করা হলো না।হি হি😁😁

তাতে তো সমস্যা নেই। যার হাতে কোটি টাকা আছে তার এই সব চিন্তা করার দরকার নেই।

 2 years ago 

হাতে আর থাকবে কই, সব তো বৌদিরা ভাগ করে নিয়ে নিবে,হি হি।

হায় হায় বলেন কি...😰😰 তাহলে বিয়ে ক্যান্সেল

 2 years ago 

না না দাদা,বিয়ে ক্যান্সেল করলে আমাদের এলাহী খাওয়া দাওয়া মিস হয়ে যাবে।😢

 2 years ago 

জায়গা কিনে বাড়ি করতে আর কিছু থাকবে না মনে হয়।
চারটে বিয়ে না করলে হয়তো কিছু আশা করা যেত হা হা হা।

যার যেটার অভাব সে তো সেটাই চিন্তা করবে। তাহলে বিয়ের প্ল্যান ক্যান্সেল করে দেই কি বলেন...

 2 years ago 

সেটার অত অভাব অনুভব করলে প্ল্যান ক্যান্সেল বা করে শর্ট করতে পারেন !!

 2 years ago 

যে নাকি এক খানাও বিয়ে করবে না বলে সারাদিন চেঁচায় ,সে নাকি চার চারটে বিয়ে করবে। কি সাংঘাতিক। এই জন্যই বলে টাকা থাকলে হাতির পাঁচ পা দেখে ,আর আপনি টাকা পাওয়ার আগেই হাতির ৭পা দেখছেন। 🤣🤣

আপনার ভয়ই পাচ্ছিলাম। আপনি কিছু একটা বলবেন এটা আমি জানতাম।

বিয়ে যদি করতেই হয় তাহলে একটা কেনো করবো। চার পাচটা করবো। 😁😁🤣

 2 years ago 

টাকার অভাবে শান্তি মত ঘুমাইতে পারি না, এক কোটি টাকা লটারিতে জিতলে প্রথমে একটা টাকার বালিশ বানাবো, সেই বালিশের নিচে টাকা রেখে নিশ্চিন্তে ঘুম দিব।😀😀

 2 years ago 

প্রথমেই একটি লিস্ট তৈরি করে নিতাম স্বপ্নগুলোর।তারপর কোন স্বপ্ন পূরণ করতে কত টাকা খরচ করবো তার একটি হিসাব কষে সেই মতো কাজ করতাম।

তাহলে আর দেরি না করে লটারি একটা কেটে ফেলেন। বেঁধে যেতে পারে কপালে। হা হা হা..

 2 years ago 

আমার তো ফুটি কপাল,ভাবছি অন্য কারো নামে কাটতে হবে☺️☺️..

 2 years ago 

আপনি কিনেছেন কয়টা?🤣

একবার রথের মেলায় কেটেছিলাম একটা টিকিট। পাঁচ টাকার একটা প্লাস্টিকের বাটি পেয়েছিলাম সবুজ রঙের।

 2 years ago 

আমি একবার ছোট বেলায় লটারিতে ডিম পেয়েছিলাম। 😜😜.

 2 years ago 

অন্য কোনো রং পেলেন না!

লাল রঙের ছিল মনে হয়, মনে নেই তো। অনেক আগের কথা।

 2 years ago 

আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

কিছু টাকা দিয়ে বিটকয়েন কিনতাম। কিছু টাকা দিয়ে যত ভাল রেস্টুরেন্ট আছে সবগুলোতে খেতে যেতাম। কিছু টাকা দিয়ে একটি porsche 911 কিনতাম। কিছু টাকা দিয়ে সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতাম। কিছু টাকা দিয়ে একটি স্টিমের গাছ কিনতাম। কিছু টাকা দিয়ে একটি ভাল রেস্টুরেন্ট দিতাম। আ্যহ টাকা কি শেষ হয়ে গেল নাকি?

 2 years ago 

হঠাৎ করে যদি লটারিতে এক কোটি টাকা পাই তাহলে সবার আগে নিজের স্বপ্ন পূরণ করতাম , তারপর বাকি টাকা দিয়ে কি যে করতাম ! পেলে ভাববো এখন তো ভেবে লাভ নেই 😅

 2 years ago 

আপনার ভাবতে দেরি হলে আমাকে দিয়ে দিয়েন এত টাকা দিয়ে আপনি কি বা করবেন😀😀

 2 years ago (edited)

যদিও আমি বাস্তবে কোনদিন এক কোটি টাকা পাবো না। তবুও যদি আমি এক কোটি টাকা পাই তাহলে সবার আগে আমি আমার চাকুরিটা ছেড়ে দিব। তারপর একটা গাড়ি কিনব, বাকি টাকা দিয়ে কতগুলো স্টিম কিনবো। এরপর স্টিমগুলো আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় প্রিয় বন্ধু-বান্ধবদের কিছু কিছু গিফট করবো। তারপরও যদি আমার কাছে টাকা থেকে যায় তাহলে সে টাকা দিয়ে আমি একবার সুইজারল্যান্ডে ঘুরে আসব।

হুদাই স্বপ্ন👓🤣🤣🤣🤣🤣🤣🤣

 2 years ago 

বাহ আপনার স্বপ্ন তো ডিজিটাল স্বপ্ন ধরা যায়।স্টিম কিনবেন আবার গাড়িও কিনবেন। যাইহোক কিছু টাকা আমাদের জন্য বরাদ্দ রাখবেন😀😀

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97530.27
ETH 3454.73
USDT 1.00
SBD 3.06