You are viewing a single comment's thread from:
RE: শিক্ষার নামে অসুস্থ প্রতিযোগিতা||আমার চিন্তাভাবনা
আরে বাপরে এত সুন্দর কনসেপ্ট কই পেলেন আপনি আজ।
এখন বাবা মায়ের কাছে রোল এক হলেই সে মেধাবী।আপনি যতই ভাল আর্ট করেন গান করেন অথবা কোন খেলায় পারদর্শী হন,আপনি হবেন অপদার্থ। সবাই আপনাকে হেয় করবে।বলবে জীবনে কিছুই সম্ভব না আপনার দ্বারা।
এটা আমাদের দেশের ক্ষেত্রেও প্রযোজ্য এখন। ছোট ছোট বাচ্চা তাদের ওজন হয়তো ১৫-২০ কেজি হবে তবে তাদের ঘাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওজনের ব্যাগ। তবে জাপানের শিক্ষা ব্যবস্থার ওই ব্যাপারটা আমার একদমই জানা ছিল না যেখানে রোল নাম্বার হয় নামের প্রথম অক্ষর দিয়ে। এটা খুব সুন্দর উদ্যোগ।
ইউটিউবে ওদের শিক্ষাব্যবস্থার অনেক ভিডিও আছে।দেখলে অবাক হয়ে যাবেন।আমরা কত পিছিয়ে আছি