RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৮
মৌমাছির কামড় খাওয়ার পরে নিজের ঘটনাটি আর মজার থাকে না দাদা তা দুঃখের হয়ে যায় ।🤣 ছোটবেলায় এরকম একটি ঘটনা আমার সাথে ঘটেছিল। একবার আমার দাদুদের একটি আম গাছে বড় একটা মৌচাক হয়েছিল । আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম। মৌচাকটি রাস্তার পাশের একটি আম গাছে হয়েছিল তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ঢিল ছুঁড়ে দিতাম। আর মৌমাছি যখন উড়ে কামড় দিতে আসতো দৌড়ে পালিয়ে যেতাম। একবার হয়েছিল কি বড় একটা ঢিল ছুড়ে দেওয়ার পর দৌড়ে পালানোর সময় পা পিছলে পড়ে যাই। তারপর আর কি ! অনেকগুলো মৌমাছি একসাথে ভালবাসা দিতে এসেছিল এবং অতিরিক্ত ভালোবাসা দিয়ে কান্না করতে করতে আমাকে বাড়িতে যেতে বাধ্য করেছিল ।😂😂 মৌমাছি গুলো ভালোবাসা দিয়ে এমন অবস্থা করে দিয়েছিল অনেকদিন বাড়ি থেকে বের হতে পারিনি । মৌমাছির ভালোবাসার ফলাফল স্বরূপ নিজের চেহারা চেনা যাচ্ছিল না অনেকদিন ধরে। মানুষ কথায় কথায় বলে , ধৈর্য ধরলে কর্মের ফল পাওয়া যায়। কিন্তু সেই দিন আমাকে ধৈর্য ধরতে হয়নি কর্মের ফল পাওয়ার জন্য! কর্মের ফল সাথে সাথেই পেয়ে গেছিলাম । হিহি 🤣🤣