আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৮steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

মৌমাছির কামড় খাওয়া নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@moh.arif

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

বল্টু : জানো মা, মৌচাকে মৌমাছির বদলে মশা থাকলে কী হতো?
মা: কী হতো?
বল্টু : প্রতি সিজনে কয়েক লিটার করে রক্ত সংগ্রহ করা যেত।

 last year 

দাদা, তাহলে মিক্সড রক্তের গ্রুপ কি কাজে ব্যবহার করা যেত ? আমার মনে হয় দাদা তখন এই রক্ত শুধুমাত্র ভূতের খাবার হিসেবেই কাজে লাগতো! মানুষের আর কোন কাজে আসতো না। 😂😂হিহি..

 last year 

একটা উপকার তো হতোই ভাই, মেয়ে ভুতের সাথে সখ্যতা বাড়ানো যেতো আর জিএফগুলোরে ভালোভাবে সাইজ করা যেতো হি হি হি।

 last year 

😂😂 হিহিহি..এটা ঠিক দাদা। সত্যি সত্যি এটা হলে শুধু উপকার না, অনেক বড় উপকার হত। 🤣🤣🤭🤭।

 last year 

আস্তে কন, পরে মামলার ঠেলায় বাঁকা হয়ে যাবেন কিন্তু হি হি হি।

 last year 

হি হি হি🤭🤭🤫🤫 ...ঠিক আছে দাদা।

 last year 

অনুগল্প:

শুনেছি 6-7 টা বোলতে কামড়ে দিলে নাকি একটি কেউটে সাপের বিষ হয়ে যায়।কিন্তু আমি ছোটবেলায় বোলতা ও মৌমাছির পার্থক্যটা ঠিক বুঝতাম না ,গুলিয়ে ফেলতাম।আমাদের বাড়ির আমগাছের মগডালে যখন মৌমাছি গুনগুনিয়ে বাসা করতো।তখন গাছের নিচ দিয়েই ছিল পথ খুবই ভয়ে ভয়ে বাড়ি থেকে বাইরে বের হতাম।একদিন বাবা যখন মৌচাক কাটছিল তখন মধু ছাড়াতে গিয়ে অনেকগুলো মৌমাছি উড়ে এসে আমাকে কামড়ে দিল।6-7 মৌমাছি কামড়ে দিল, তখন আমি ভাবলাম আমি শেষ।ওই যে বললাম বোলতা ও মৌমাছির পার্থক্যটা ঠিক বুঝতাম না।

 last year 

মৌমাছির কামড় খাওয়ার পরে নিজের ঘটনাটি আর মজার থাকে না দাদা তা দুঃখের হয়ে যায় ।🤣 ছোটবেলায় এরকম একটি ঘটনা আমার সাথে ঘটেছিল। একবার আমার দাদুদের একটি আম গাছে বড় একটা মৌচাক হয়েছিল । আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম। মৌচাকটি রাস্তার পাশের একটি আম গাছে হয়েছিল তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ঢিল ছুঁড়ে দিতাম। আর মৌমাছি যখন উড়ে কামড় দিতে আসতো দৌড়ে পালিয়ে যেতাম। একবার হয়েছিল কি বড় একটা ঢিল ছুড়ে দেওয়ার পর দৌড়ে পালানোর সময় পা পিছলে পড়ে যাই। তারপর আর কি ! অনেকগুলো মৌমাছি একসাথে ভালবাসা দিতে এসেছিল এবং অতিরিক্ত ভালোবাসা দিয়ে কান্না করতে করতে আমাকে বাড়িতে যেতে বাধ্য করেছিল ।😂😂 মৌমাছি গুলো ভালোবাসা দিয়ে এমন অবস্থা করে দিয়েছিল অনেকদিন বাড়ি থেকে বের হতে পারিনি । মৌমাছির ভালোবাসার ফলাফল স্বরূপ নিজের চেহারা চেনা যাচ্ছিল না অনেকদিন ধরে। মানুষ কথায় কথায় বলে , ধৈর্য ধরলে কর্মের ফল পাওয়া যায়। কিন্তু সেই দিন আমাকে ধৈর্য ধরতে হয়নি কর্মের ফল পাওয়ার জন্য! কর্মের ফল সাথে সাথেই পেয়ে গেছিলাম । হিহি 🤣🤣

 last year 

এক ব্যক্তি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে:-


👨‍🏫পরীক্ষক : আচ্ছা বলুন তো, ওই যে বারান্দার ছাদে মৌচাক আছে, সেখানে কতগুলো মৌমাছি আছে?

👨‍🎓পরীক্ষার্থী : এ তো সহজ। এক লক্ষ একুশ হাজার পাঁচশ’ বিশটা।

👨‍🏫পরীক্ষক : এটা কি করে সম্ভব?

👨‍🎓পরীক্ষার্থী : সবই সম্ভব স্যার। বিশ্বাস না হয় তো গুনে দেখেন।হিহি😁😁😁

 last year 

বছর চার আগে। একটা মৌমাছির চোখেত নিচে কামড়িয়েছিল দেখতে অনেকটা চাকমা সম্প্রদায়ের মানুষের মতো লাগছিলো। কামড়ানো স্থানে চুন দেওয়া আর ব্যাথা যন্ত্রণা। কিন্তু জনগণের কাছে আমার চেহারা ছিলো হাস্যকর হা😄 হা😄 হা😄 হা😄।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20