You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন- ৩৮ || বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?
গরমকালে অতিরিক্ত গরমের কারণে মাথা গরম থাকে ফলে প্রেম আসার সুযোগ পায় না , শীতকালে ঠান্ডার কারণে মাথা যথেষ্ট ঠান্ডা থাকে এই ঠান্ডা মাথায় আমরা প্রেমের নেগেটিভ দিকগুলো দেখতে পাই যে প্রেম করলে কি কি প্রবলেমের শিকার হতে পারে মানুষ । অন্যদিকে বসন্তকালে না গরম, না ঠান্ডা থাকার কারণে আমাদের মস্তিষ্ক বুঝে উঠতে পারে না কি করা উচিত সেই সুযোগ নিয়ে বসন্তের সময় প্রেমের হাওয়া মনে লেগে যায়।