এবিবি-ফান প্রশ্ন- ৩৮ || বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

প্রেমই আসেনি জীবনে তো বসন্তকালের প্রেমের হাওয়া!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আসলে সব ঋতুতেই প্রেম আসে কিন্তু শীত ঋতুতে একটু কম আসে। কারণ প্রচন্ড ঠান্ডায় কোন ফিলিংস আসে না, ভালোবাসার কথা বলতে গিয়েও বলা হয় না, কারণ শীতে ঠোঁট লেগে যায়। তাই শীতের সময় সব ভালোবাসা জমা থাকে।আর শীতের পরেই বসন্তঋতু চলে আসে, তখন বসন্তে সেই ভালোবাসা বেড়ে ডাবল হয়ে যায়। এ কারণেই বসন্ত আসলে মনে প্রেমের হাওয়া বয়ে যায় দ্বিগুন।

 2 years ago 

ঠান্ডায় মন চলে যায় লেপ তোষকের ভিতরে হা হা হা

 2 years ago 

সাদা সাদা কালা কালা ফুল ফোটে বসন্তকালে। সেই সাদা কালা ফুলের চিপা দিয়ে মনে প্রেমের হওয়া এসে লাগে। কিন্তু হওয়া লেগেও তো লাভ নেই। কারণ বসন্তকালে তোমায় বলতে পারিনি। তাই আর প্রেম ও হয়নি।

 2 years ago 

এবার বসন্তে আরেকবার চেষ্টা করে দেখেন।
লাল লাল হলুদ হলুদ ফুলের চিপা দিয়ে হা হা হা।

 2 years ago 

গ্রীষ্মকালে আবার চেষ্টা করে সফল হয়েছি। তাই আর করা লাগবে না।

 2 years ago 

গ্রীষ্মকালে কেমন হয়ে গেল না।

 2 years ago 

কড়া রোদের তো তাই প্রেম ও কড়া।

 2 years ago 

বেশি কড়া হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই বসন্তের প্রেমই ভালো অনেক কোমল।

 2 years ago 

এ তো দেখছি গানের লাইনে ছন্দে ছন্দে প্রশ্নের উত্তর হয়ে গেল।

প্রেম একবারই এসেছিল আমার জীবনে, বাড়ির পেছনের দরজার কোনা দিয়ে। তবে সেটা বসন্তকাল যেতে না যেতেই বাথরুমের কোমোটের ভিতর দিয়ে বেরিয়ে চলে গেছে। আসলে বসন্তকালে কোকিলের মিষ্টি মধুর সুর শোনা যায়। ফলে গার্লফ্রেন্ডের কাক কণ্ঠি গলার সুর অনেকটা ঢেকে যায় কোকিলের আওয়াজে। এক্ষেত্রে ঝগড়াটাও কম হয়। কিন্তু শীতকালে বা গরম কালে প্রেম আসে না কারণ গরম সহ্য করব, না শীত সহ্য করব, না গার্লফ্রেন্ডের প্যারা সহ্য করব। সব একসাথে সম্ভব না।
 2 years ago 

বসন্তের বাড়ীর সম্মুখের অঞ্জনাদের বাড়ী, বসন্ত আসলেই অঞ্জনা সেজে গুজে বের তাই প্রেম জাগ্রত হয়।

বসন্তের দিনে দক্ষিনা হাওয়া বয়
ফুলের সৌরভে মন উতলা হয়
সখীর সাজের মিষ্টি হাসির মুখ
হৃদয়ের ঢেউ জাগায় প্রেমের সুখ।

 2 years ago 

অঞ্জনা মনে হয় ফুল দিয়েই বেশি সাজ হা হা হা।
তাই ফুলের সুগন্ধে বসন্ত বেরিয়ে আসে।

 2 years ago 

হুম, কারন বসন্ত কালে নানা ধরনের ফুল ফোটেতো ।

 2 years ago 

আসলেই প্রেমের ফুল একটু বেশি ফোটে।

 2 years ago 

গরমকালে অতিরিক্ত গরমের কারণে মাথা গরম থাকে ফলে প্রেম আসার সুযোগ পায় না , শীতকালে ঠান্ডার কারণে মাথা যথেষ্ট ঠান্ডা থাকে এই ঠান্ডা মাথায় আমরা প্রেমের নেগেটিভ দিকগুলো দেখতে পাই যে প্রেম করলে কি কি প্রবলেমের শিকার হতে পারে মানুষ । অন্যদিকে বসন্তকালে না গরম, না ঠান্ডা থাকার কারণে আমাদের মস্তিষ্ক বুঝে উঠতে পারে না কি করা উচিত সেই সুযোগ নিয়ে বসন্তের সময় প্রেমের হাওয়া মনে লেগে যায়।

 2 years ago 

বসন্তে যেমন অনেক ফুল ফুটে তেমনি প্রেমিকের মনেও প্রেম ফোটে। আর সেই ফুলের উপর দিয়ে হাওয়া বয়ে যায়, প্রেমিকের মনে সেই হাওয়া স্পর্শ করে ছুঁয়ে যায়। যার কারণে বসন্তে প্রেমের হাওয়া বয়ে যায় এটা প্রেমিকের মনে অনুভূত হয়।

তাইতো বলা হয় বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয়।

 2 years ago 

"প্রেমিকের মনে প্রেম ফোটে"
ভালো বলেছেন কিন্তু সাবধান!!

 2 years ago 

সাবধানের কিছু নেই ভাই আমাদের আর সময় নাই প্রেম পটানোর আপনাদের মনে হয়তো জাগতে পারে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

তাহলে বসন্তের কি হবে এমনি এমনি চলে যাবে !!

 2 years ago 

এতটা গভীরভাবে কখনো চিন্তা করে দেখিনি চমৎকার ছিল 😂

 2 years ago 

তাই নাকি ভাই তাহলে গভীরভাবে একদিন চিন্তা করে দেখবেন ধন্যবাদ আপনাকে মতামত মূল্যায়ন করার জন্য

 2 years ago 

প্রেম ও এক বসন্তের কোকিল, সু-সময়ে ছাড়া আসে না । তাই তো অভাব দরজা দিয়ে ঢুকলে প্রেম জানালা দিয়ে পালায় ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন অভাব ও প্রেম একে ওপরের শত্রু।

 2 years ago 

প্রেম আসলে শীত কালেই বাড়ি থেকে বের হয়, ঘন কুয়াশায় পথ দেখতে পাইনা । তাই বসন্তে এসে পৌছায়।

 2 years ago 

বর্তমানে শীত বেশি পড়ছে তো

 2 years ago 

ভাগ্যিস বসন্ত কারো দিকে ফিরে তাকায় না। তা না হলে প্রত্যেকটি বসন্তে একটি করে প্রেম হয়ে যেত। 😅😅

 2 years ago 

বসন্তের চোখ কোন দিকে খুঁজতে হবে।

 2 years ago 

সত্যিইতো, না না না তাকে ফিরাতে হবে না হলে প্রেম জমবে না হা হা হা

 2 years ago 

ঐ যে একটা গান আছে না

বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
তোমার বাড়ি ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

এখানে ঐ ফুলের গন্ধই দায়ী। এজন্য বসন্ত কালে প্রেমের হাওয়া বয় সবার হৃদয়ে। তার বাড়ির ফুলের গন্ধ আসে যে।।

 2 years ago 

নাকে রুমাল দিতে হবে হা হা হা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104767.96
ETH 3351.84
SBD 5.62