দাদা, তোমার লেখা দ্বিতীয় কবিতাটি খুবই মজার একটা কবিতা হয়েছে । পড়ার সময় বেশ ভালো লাগছিল। এবার আসি প্রথম কবিতায়। প্রথম কবিতার ভাববস্তু আমার এক বন্ধুর জীবনের সাথে পুরোপুরি ভাবে মিলে গেল। আমার সেই বন্ধু তার জীবনের এই দুঃখের কথা আমায় বলেছিল । তার জীবনে এক নারী আসে যাকে সে প্রথম ভালবাসে কিন্তু সেই নারী আমার বন্ধুকে প্রথম ভালোবাসার কথা বললেও সেই নারীর প্রথম ভালোবাসা অন্য কেউ ছিল। আমার বন্ধু ছিল সেই নারীর দ্বিতীয় মানুষ । কয়েক বছর পরে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। সম্পর্ক শেষ হয় যার কিছুটা আগে আমার সেই বন্ধু একথাগুলো জানতে পারে ।সেগুলো জানার পরে খুব কষ্ট পায় এবং আমার সাথে এই বিষয়গুলো শেয়ার করে। সেই কথাগুলো মনে পড়ে গেল তোমার লেখা কবিতাটি পড়ে । আমার সেই বন্ধুটার প্রথম ভালবাসা সেই নারী হয়েছিল কিন্তু সেই নারীর প্রথম ভালোবাসা আমার বন্ধু হতে পারেনি। দ্বিতীয় পুরুষ হয়ে থেকে ছিল এবং শেষে সেই নারী সেই সম্পর্ক শেষ করে চলে যায়। সেই সময়টাতে আমি আমার বন্ধুকে প্রচন্ডভাবে মনের দিক থেকে ভেঙ্গে পড়তে দেখেছিলাম।
এই লাইনগুলো শতভাগ আমার বন্ধুর শেয়ার করা ঘটনার সাথে মিলে যায়।