আসলে ভাইয়া সামান্য এইটুকু জীবনে অনেক প্রত্যাবর্তন দেখেছি। যেগুলো আমাদের জীবনের শিক্ষণীয়। ভাইয়া আপনার প্রত্যাবর্তনের গল্প পড়ে আমার বন্ধু কথা মনে পড়ে গেল। আমার বন্ধু ছিল অশিক্ষিত নেশাখোর এমন কোন নেশা নেই করত না। এলাকার মধ্যে কাউকে দাম দিত না, সম্মান কি জিনিস সে জানতোই না খুবই উশৃংখল ছিল। কিন্তু বর্তমানে সেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। আর অনেক বড় একজন সফল ব্যবসায়ী। সতী মানুষেরই প্রত্যাবর্তন গুলো অবাক করে দিয়ে থাকে এবং কি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। আপনার প্রত্যাবর্তন গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে এবং আপনার বন্ধুর ডুয়েটে চান্স পাওয়ার বিষয়টা সত্যি অবাক করার মত ছিল। শুভকামনা রইল আপনার জন্য, এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য।