You are viewing a single comment's thread from:
RE: কুড়ি বছরের পুরোনো কিছু কম্পিউটার গেমস - Old is gold
দাদা এই কম্পিউটার গেমসের জন্য কত মার খেয়েছিস হিসাব ছাড়া। কয়েন দিয়ে কম্পিউটার গেমস খেলার অনুভুতি ছিল অন্যরকম। খেলার জন্য জায়গা পেতাম না, গিয়ে দাঁড়িয়ে থাকতাম পিছনে, দেখতাম কিভাবে খেলে, দেখতে দেখতেই শিক্ষা। যেই সময়টা কম্পিউটার গেমসের দোকান আসতাম তাতেই কৈফিয়তের শেষ ছিল না। তবে আপনি অনেক নিখুত ভাবে গুছিয়ে পর্যায়ক্রমে খুব সুন্দর করে লিখেছেন হয়তো আমার পক্ষে সম্ভব নয়। বলেও বুঝানো সম্ভব না। আপনি ঠিকই বলেছেন প্রথমে মোটরসাইকেল গেমিং ছিল পরবর্তীতে বিভিন্ন ধরনের গেমস তৈরি হয় এবং সেগুলো আরো বেশি আকর্ষণীয় ছিল। এবং আপনি খুব সুন্দর আপনার গেমিং আগমন থেকে শুরু করে এ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম।