You are viewing a single comment's thread from:
RE: চিতই পিঠায় জীবনের দীর্ঘশ্বাসের গল্প || (১০% এবিবি চ্যারিটির এর জন্য বরাদ্দ)
হ্যাঁ ভাই আপনি এবং লিমন ভাই দুইজনেই একসাথে পিঠা খেয়েছেন। এবং আমি যতোটুকু জানি আপনারা দুজন ছাত্র শিক্ষক সম্পর্ক। এবং দুইজন প্রবীণ মানুষের গল্প খুব সুন্দর করে লিখেছেন। কিন্তু আপনার গল্প শুনে ভেতরটা একটু কেঁপে উঠল। চোখে জল চলে আসলো। খুবই নির্মম, আপনি যুদ্ধের কথা বললেন একজন সৈনিক দু'মুঠো খেতে পারে না। অথচ আমাদের সমাজের রাক্ষসরা লুটেপুটে খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার তিনটি ছেলে সন্তান থাকতেও তার দু'মুঠো খাবার জুটে না বিধায় আজ তারা পথে পিঠা বিক্রি করতে বসতে হলো। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন এবং কি আপনি প্রবীণ লোকটিকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমাদের সমাজে হাজারো মানুষ এভাবে জীবন যাপন করছে যা আমরা কখনো বুঝিনাই বোঝার চেষ্টাও করি না। আপনি অনেক সুন্দর করে আপনার গল্পটি আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
অনেক ধন্যবাদ ভাই ♥️।
প্রথমত বলতেই পারেন লিমনের সাথে ছাত্র শিক্ষক সম্পর্ক, আমার হাত ধরেই তার স্টীমিটে পথ চলা।
ভাই পিতা মাতার প্রতি যত্নবান হবেন আশাকরি 🙏