You are viewing a single comment's thread from:
RE: কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 05 (Nature & Flower Photography)
দাদা আপনি বললেন আপনি ফুলের নাম জানেন না। আর এখন দেখি আপনি ফুলের বিশেষজ্ঞ। আপনি যদি কোন ওয়ার্ল্ড ফোটোগ্রাফির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আপনি অবশ্যই স্বর্ণের মেডেল পাবেন। কারন আপনার ফটোগ্রাফি গুলো সেই লেভেলের। আর আপনি কখনো জঙ্গলে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়িয়েছেন কিনা আমি জানিনা। তবে আমি অনেক ঘুরে বেরিয়েছি বন জঙ্গলের ফল পাকরা পশুপাখি সবকিছুর সাথে সারাটি দিন কেটে যেত আমার। আমার সেইসব মনে পড়লে এখনও হৃদয় কাঁদে কি সুন্দর দিন গুলো হারিয়ে ফেলেছি। আবার এমনও দিন কেটেছে বাঁশবাগানে বাসের তিরমুনি তে হাওয়ার সাথে দুলছি পাখি ধরার জন্য। সত্যি দাদা ছবিগুলো পুরনো হলেও খুবই সুন্দর চোখ জুড়ানোর মতো। আর আপনার লেখার প্রশংসা করতে হয়। আপনি অনেক সুন্দর করে লিখেন। আপনার জন্য শুভেচ্ছা রইল দাদা।