কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 05 (Nature & Flower Photography)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আবারো হাজির হলাম "স্মৃতির পাতা থেকে"-র আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে । আজকের বিষয় : ফুল ও প্রকৃতি । আসলে প্রকৃতির সান্নিধ্য আমি ভীষণভাবে উপভোগ করি । আর ফুলের কথা কি আর বলবো । দুনিয়ার মধ্যে সব চাইতে সৌন্দর্য্যের ও পবিত্রতার প্রতিরূপ হলো এই ফুল । কিন্তু, দুঃখের বিষয় ফুল আমার খুবই ভালো লাগা সত্ত্বেও প্রায় অধিকাংশ ফুলের নাম আমি জানি না । ভাবছি এখন থেকে এ ব্যাপারে একটু টুকটাক জ্ঞান আহরণ করা শুরু করলে কেমন হয় । প্রকৃতির মধ্যে আমার সব চাইতে প্রিয় হলো বন-জঙ্গল আর নদী । ঘন্টার পর ঘন্টা নদীর ঘাটে কাটানো কিংবা জঙ্গুলে জায়গায় টো টো ঘুরে বেড়ানোর মধ্যে সত্যি দারুন একটা মজা আছে । দারুন এনজয় করে থাকি আমি এগুলোকে ।

তো আর বাড়তি কথা না বাড়িয়ে চলুন আজকের ফোটোগ্রাফি পোস্টের ছবিগুলি দেখি । কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন ।

বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।


গোধূলি বেলায় গঙ্গার ঘাটে
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম টাম জানি না, কিন্তু দেখতে বেশ ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পাতার রঙের সাথে প্রায় মিশে গেছে পোকাটি
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


না ফোটা কুমড়ো ফুল
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গোধূলি বেলায় গঙ্গার ঘাটে, ব্যারাকপুরের গান্ধী ঘাট
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লেটুস পাতার মতো দেখতে অদ্ভুত দর্শন এই ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল-গোলাপি মিশেল, দেখতে সত্যি দারুন এই ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সাদা রঙের বেগনভিলিয়া (কাগুজে ফুল )
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গোলাপি রঙের বেগনভিলিয়া (কাগুজে ফুল )
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কি ফুল ? কেউ কি এর নাম জানেন ?
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  
 3 years ago 

দাদা আপনি বললেন আপনি ফুলের নাম জানেন না। আর এখন দেখি আপনি ফুলের বিশেষজ্ঞ। আপনি যদি কোন ওয়ার্ল্ড ফোটোগ্রাফির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আপনি অবশ্যই স্বর্ণের মেডেল পাবেন। কারন আপনার ফটোগ্রাফি গুলো সেই লেভেলের। আর আপনি কখনো জঙ্গলে জঙ্গলে টোটো করে ঘুরে বেড়িয়েছেন কিনা আমি জানিনা। তবে আমি অনেক ঘুরে বেরিয়েছি বন জঙ্গলের ফল পাকরা পশুপাখি সবকিছুর সাথে সারাটি দিন কেটে যেত আমার। আমার সেইসব মনে পড়লে এখনও হৃদয় কাঁদে কি সুন্দর দিন গুলো হারিয়ে ফেলেছি। আবার এমনও দিন কেটেছে বাঁশবাগানে বাসের তিরমুনি তে হাওয়ার সাথে দুলছি পাখি ধরার জন্য। সত্যি দাদা ছবিগুলো পুরনো হলেও খুবই সুন্দর চোখ জুড়ানোর মতো। আর আপনার লেখার প্রশংসা করতে হয়। আপনি অনেক সুন্দর করে লিখেন। আপনার জন্য শুভেচ্ছা রইল দাদা।

দাদা আপনার স্মৃতির পাতা থেকে আজকের নেওয়া ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর। বরাবরই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে থাকে। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন মন ছুয়ে যাওয়ার মত। ১ ও ২ ফুলটি এর আগে আমি কখনো দেখেছি কি না মনে নেই। তবে দেখি নাই মনে হয়। দাদা শুভেচ্ছা রইল আপনার জন্য।

nice pictures

 3 years ago 

সত্যিই দাদা খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন। মনে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফি। সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো অনেক দক্ষতার সাথে করেছেন যা প্রফেশনাল এর চেয়েও বেটার বেটার মনে হয়েছে আমার কাছে।
আগামীতে আরও ভাল ভাল ফটোগ্রাফি আপনার কাছে প্রত্যাশা রেখে আজকের মত এখানেই♥♥

 3 years ago 

আমার ও একই অবস্থা দাদা, ফুল অনেক ভালো লাগে কিন্তু ফুলের নাম জানিনা।
দাদা এই বেগুনি রং এর ফুলটি আমি আজকেই প্রথম দেখলাম, আর কোনোদিন ও কোথাও দেখিনি এর আগে। ছবিগুলো আশ্চর্যরকম এর সুন্দর লাগছে আমার কাছে। আর ওই গৌধুলী লগ্নের ছবিটা একদম কল্পনার রাজ্যের কোনো এক অংশ এর মতো লাগছে। আপনি সবেতেই ফার্স্টক্লাশ দাদা একদম।

 3 years ago 

এক কথায় অসাধারণ দাদা

 3 years ago 

দাদা প্রথম ছবিটা একদম বাঁধিয়ে রাখার মত সত্যি। সব কটা ছবিই সুন্দর। তবে লেটুস পাতার মতো দেখতে যেই ছবি শেয়ার করেছেন ওই ফুলটা ভীষণই গর্জিয়াস লাগছে।

 3 years ago 

খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। সকল ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো লেগেছে। নদীর পাড়ে বিকেল বেলার ফটোগ্রাফিগুলো অসাধারন ছিল। আমার এই নদীর পাড়ে ছবিগুলো খুবই ভালো লেগেছে তারপরে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ খুবই সুন্দর হয়েছে। একজন প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ফটোগ্রাফি হয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 95561.42
ETH 3560.31
USDT 1.00
SBD 3.76