You are viewing a single comment's thread from:
RE: জীবন থেকে নেয়া
ওই যে বললাম চাপা পড়ে গেছিলো সেই দশ বছর বয়সেই । স্টিমিটে লেখালেখি করতে করতে আবার সব ফিরে পাচ্ছি একে একে । ঘুমের মধ্যে আজও আমি ফিরে পাই আমার সেই ছোট্টবেলাকে । যে কিশোরটি এসে ঘুমের মধ্যে আমাকে ডাকাডাকি করে সে আর কেউ নয়, আমারই ছেলেবেলার আমি ।
বেঁচে থাকুক আমার বাংলা ব্লগ, বেঁচে থাকুক স্টিমিট প্ল্যাটফর্ম। আপনার লেখালেখির মাধ্যমে আবার সেই হারানো শৈশব কে ফিরে পান এই প্রত্যাশা রইল।❤️❤️❤️👍