দাদা আপনার লেখাটি পড়ে কিছুদিন আগের প্রতিযোগিতার সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটির কথা মনে পড়ে গেল,
সে জানতো, সবাই জানে
শৈশবে আর ফেরা যায়না।
তবে আপনার মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করার প্রবনতা আছে তা আপনার গল্প ও কবিতা পড়লেই বোঝা যায়। সত্যি বলতে কি বেশিরভাগ মানুষের শৈশব কেটেছে গল্প শুনে। সমবয়সী সঙ্গী সাথীদের নিয়ে এমন কোন গল্পের আসর জমানোর মত মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না। হারানো শৈশব কে খুঁজে পাওয়া যাবে না কিছুতেই তবে স্মৃতি গুলো বেঁচে থাকুক চিরদিন।❤️❤️
ওই যে বললাম চাপা পড়ে গেছিলো সেই দশ বছর বয়সেই । স্টিমিটে লেখালেখি করতে করতে আবার সব ফিরে পাচ্ছি একে একে । ঘুমের মধ্যে আজও আমি ফিরে পাই আমার সেই ছোট্টবেলাকে । যে কিশোরটি এসে ঘুমের মধ্যে আমাকে ডাকাডাকি করে সে আর কেউ নয়, আমারই ছেলেবেলার আমি ।
বেঁচে থাকুক আমার বাংলা ব্লগ, বেঁচে থাকুক স্টিমিট প্ল্যাটফর্ম। আপনার লেখালেখির মাধ্যমে আবার সেই হারানো শৈশব কে ফিরে পান এই প্রত্যাশা রইল।❤️❤️❤️👍