You are viewing a single comment's thread from:

RE: স্টেকিং এর মাধ্যমে ট্রন ইকোসিস্টেমে without fees সব রকমের ট্রান্সাকশন এনজয় করুন

in আমার বাংলা ব্লগ3 years ago

১. স্টেকিং এর পরে যত সংখ্যক trx stake করা হবে তার বিপরীতে তত সংখ্যক ভোট obtain হবে । সো, ওই ভোটগুলি SR দের মাঝে ডিস্ট্রিবিউট করে দিলে ডেইলি একটা ডেলিগেটেড স্টেকিং রিয়ার্ডস আর্ন হবে । যেহেতু, ট্রন স্টেকিং করে কি ভাবে রিয়ার্ডস আর্ন করা যায় সেটার উপরে একটা বিস্তারিত টিউটোরিয়াল আছে আমার তাই আর এখানে সেটার উল্লেখ করিনি ।

২. আপনি যদি শুধুমাত্র trx ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে energy র কোনও দরকার নেই । কিন্তু, সেই সাথে অন্যান্য TRC10, TRC20 প্রভৃতি টোকেন ট্রান্সফার করতে চাইলে energy এবং ব্যান্ডউইডথ দুটির-ই প্রয়োজন আছে । তাই, মোটামুটি দুটোই সমান রাখা উচিত । তবে, আপনার ওয়ালেটে trx ট্রান্সফার এর হার বেশি হলে ব্যান্ডউইডথ টাই বেশি রাখা উচিত বলে মনে করি আমি ।

Sort:  

সো, ওই ভোটগুলি SR দের মাঝে ডিস্ট্রিবিউট করে দিলে ডেইলি একটা ডেলিগেটেড স্টেকিং রিয়ার্ডস আর্ন হবে ।

রিওয়ারড আর্ন বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আমি জানতে যখন আমি ভোটিং এর মাধ্যমে আর্ন করছি তখন যদি আমি TRC20 এড্রেস এর মাধ্যমে usdt সেন্ড করি তাহলে সেক্ষেত্রে কি এই প্রায় ১৩% ফী বজায় থাকবে।

 3 years ago 

ভোটিং এর ব্যাপারটি এখানে গৌণ । আপনি stake করার মাধ্যমে পর্যাপ্ত energy gain না করলে আপনাকে ফী দিতেই হবে। নো ওয়ে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62213.63
ETH 2420.81
USDT 1.00
SBD 2.59