স্টেকিং এর মাধ্যমে ট্রন ইকোসিস্টেমে without fees সব রকমের ট্রান্সাকশন এনজয় করুন

in আমার বাংলা ব্লগ3 years ago

logo-EN-vertical.png


হাতে সময় একদম-ই কম । তাই খুবই দ্রুত পোস্ট করছি । আমি আশা করবো এই পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের "ট্রন ফ্যান ক্লাবে" এই ধরণের একটা টিউটোরিয়াল যেন করা হয় @engrsayful

ট্রন ওয়ালেটে আমরা দুই ধরণের ট্রানসাকশান করতে পারি । একটি হলো নেটিভ টোকেন ট্রন বেসড যেমন - TRX, USDT, NFT, BTT ইত্যাদি এবং অপরটি হলো NFT collectibles । এখন কথা হলো এই সব টোকেন ট্রান্সফার করতে গেলেই আমাদেরকে ফী দিতে হয় । এই ফী আমরা দু'ভাবে দিতে পারি --

এক. energy এবং bandwidth consume করে ।
দুই. available trx টোকেন বার্ন করে

যদি আমাদের ওয়ালেটে enough bnadwidth বা energy না থাকে সেক্ষত্রে আমাদের পকেট থেকে পয়সা গুনতে হবে ফী হিসেবে । এ ক্ষেত্রে মাত্র ৫ ডলার এর সমমূল্যের USDT টোকেন ট্রান্সফার করতে গেলে খরচ হবে প্রায় ৮ trx অর্থাৎ $০.৬৪ । তার মানে প্রায় ১৩% ফী । এসব ক্ষেত্রে কি করণীয় ? যাতে সব ট্রানসেশন-ই ফী লেস করতে পারি ?

এর একটি মাত্রই সমাধান আছে । এনাফ ব্যান্ডউইডথ এবং এনার্জি ওয়ালেটে সঞ্চিত রাখা । trx ট্রান্সফার এর ক্ষেত্রে শুধু মাত্র ব্যান্ডউইডথ কনজিউম হয়ে থাকে, কিন্তু অন্যান্য টোকেন ট্রান্সফার এর বেলায় ব্যান্ডউইডথ এবং এনার্জি দুটোরই কনজিউম করা প্রয়োজন । ডিফল্ট হিসেবে ওয়ালেটে ১৫০০ ব্যান্ডউইডথ ফ্রি থাকে । খরচ করলে ৭২ আয়ার্সের মধ্যে আবার ১৫০০ পূরণ হয়ে যায় । কিন্তু, অনেকগুলি ট্রান্সফার একই দিনে করতে চাইলে তখন এই ১৫০০ ব্যান্ডউইডথ-এ কুলোয় না ।

অথবা আপনি যদি trx বাদে অন্যান্য ট্রন বেসড টোকেন ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এনার্জি মাস্ট দরকার ব্যান্ডউইডথ এর পাশাপাশি । কিন্তু, ফ্রি ফ্রি কোনো এনার্জি দেয়না ট্রন ওয়ালেটে ডিফল্ট হিসেবে । তাহলে সেসব ক্ষেত্রে ফ্রি ট্রানসাকশান এর উপায় কি আমাদের ?

উপায় একটাই stake করে এই ব্যান্ডউইডথ এবং এনার্জি-র ভাঁড়ার পূর্ণ করা । তো চলুন শুরু করা যাক টিউটোরিয়ালটি -


টিনটিন বাবুর ওয়ালেটে ঢুকলাম । জিরো এনার্জি এবং কিছু ব্যান্ডউইডথ আছে ।

sc-01.png

টিনটিনবাবুর ওয়ালেটে প্রচুর পরিমাণের ব্যান্ডউইডথ আছে তাই trx ফ্রি ট্রান্সফার করতে পারবো অনেকগুলো একই সাথে । 1322278 ব্যান্ডউইডথ এ মোট ৫৮৫০ টি ফ্রি ট্রানসাকশান করতে পারবো trx এক্ষুনি ইনস্ট্যান্ট । কিন্তু, trx বাদে অন্যান্য টোকেন ট্রান্সফার করতে গেলেই ফী লাগবে, কারন energy জিরো ।

এই দেখুন -

tt-01.png

২০ usdt ট্রান্সফার-এ ৮.২৯ trx ফী চাইছে, কারণ energy জিরো তাই ।

এখন চলুন কিছু এনার্জি জোগাড় করা যাক ।

স্টেপ :০১

ওয়ালেট ওপেন করে স্টেক- এ ক্লিক করুন ।

sc-02.png

স্টেপ :০২

tronscan ওপেন হবে । "obtain" বাটন-এ ক্লিক করুন -

sc-03.png

স্টেপ :০৩

একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে । ব্যান্ডউইডথ চাইলে "Tron Power & Bandwidth"-এ ক্লিক করবেন আর এনার্জি চাইলে "Tron Power & Energy" -তে ক্লিক করবেন । আমাদের ব্যান্ডউইডথ প্রচুর পরিমানে আছে কিন্তু কোনো এনার্জি নেই । তাই আমরা "Tron Power & Energy" সিলেক্ট করবো -

sc-04.png

স্টেপ :০৪

কত trx stake করবেন সেই পরিমাণটি লিখে "Stake" button -এ ক্লিক করুন এবং ট্রানসাকশান sign করুন ।

sc-05.png

sc-06.png

স্টেপ :০৫

দেখুন টিনটিনবাবুর ওয়ালেটে কত্ত এনার্জি জমা হয়ে গিয়েছে । এবার আমরা ফ্রীতে ওই ২০ usdt সহ যে কোনো টোকেন ট্রান্সফার করতে পারবো -

sc-07.png

sc-08.png


আজ এ পর্যন্তই । ধন্যবাদ সবাইকে :)

logo-EN-horizontal.png

Sort:  
 3 years ago 

দাদা ট্রন সম্পর্কে আসলে আমার জ্ঞান একেবারে তলানিতে। তবে এটুকু বুঝতে পারলাম ট্রানজেকশন করতে চাইলে এনার্জি এবং ব্যান্ডউইথ দুটোই দরকার। এনার্জি না থাকলেও বিকল্প পদ্ধতিতে আপনার দেখানো টিউটোরিয়াল এর মাধ্যমে ফ্রি এনার্জি রিফিল করা সম্ভব। আশা করি যারা ট্রন ফ্যান ক্লাবের সদস্য তাদের জন্য আজকের পোষ্টটি খুব উপকারী হবে। ধন্যবাদ।

 3 years ago 

দাদা আমি মনে করি ট্রন,স্টেকিং,ট্রানজেকশন এসব সম্পর্কে আমাদের জ্ঞান দরকার এর চেয়েও অনেকটা কম।যে কারণে আমাদের হরহামেশাই লস হয়।যা হয়তো অল্প বলে আমরা সেভাবে গুরুত্ব দিইনা।লস বলতে আমরা ট্রানজেকশন ফি লেস করে কাজ করতে পারলেই বেস্ট।

 3 years ago 

আসলে সত্যি বলতে ট্রন সম্পর্কে আমার ধারণা নেই বললেই চলে। সম্পূর্ণ টিউটোরিয়ালটি পুরা মাথার উপর দিয়ে গেল। কি মন্তব্য করব সেটাও বুঝতে পারছি না।

 3 years ago 

দাদা অনেক সুন্দর একটি ট্রন উপকারী পোস্ট শেয়ার করেছেন। এই পোস্ট থেকে অনেক উপকৃত হব বলে আশা করি। আপনি অনেক সহজ ভাবে সব বিষয় কে তুলে ধরেছেন এখানে, আর সবাই এখান থেকে অনেক কিছু শিখতে পারে। অনেক ভালো লাগল দাদা। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

যদিও ব্যাপারটা খুব সহজেই ক্লিয়ার করছেন ভাই । তবে আমার এখনো অনেক কিছুই মাথার উপর দিয়েই গিয়েছে । আমিও চেষ্টা করছি ব্যাপারটা নিয়ে আরও গভীর পর্যালোচনা করার জন্য। আমি ইতিমধ্যেই একবার সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি । তবে পোস্টটা সময় উপযোগী । ধন্যবাদ ভাই ।

 3 years ago (edited)
  • stake করার পর যদি ভোটিং এ দিয়ে রাখি । যেমন Binancestaking এ দিয়ে রাখলাম। সেক্ষেত্রে যখন অন্য টোকেন ট্রান্সফার করবো তখন কি এই ফি টা কাটবে?

  • staking এর ক্ষেত্রে ব্যান্ডউইডথ এবং এনার্জি ২টোই কি সমান থাকা উচিৎ? আমি যদি কোনটা বেশি রাখি সেইক্ষেত্রে কি হতে পারে?

 3 years ago 

১. স্টেকিং এর পরে যত সংখ্যক trx stake করা হবে তার বিপরীতে তত সংখ্যক ভোট obtain হবে । সো, ওই ভোটগুলি SR দের মাঝে ডিস্ট্রিবিউট করে দিলে ডেইলি একটা ডেলিগেটেড স্টেকিং রিয়ার্ডস আর্ন হবে । যেহেতু, ট্রন স্টেকিং করে কি ভাবে রিয়ার্ডস আর্ন করা যায় সেটার উপরে একটা বিস্তারিত টিউটোরিয়াল আছে আমার তাই আর এখানে সেটার উল্লেখ করিনি ।

২. আপনি যদি শুধুমাত্র trx ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে energy র কোনও দরকার নেই । কিন্তু, সেই সাথে অন্যান্য TRC10, TRC20 প্রভৃতি টোকেন ট্রান্সফার করতে চাইলে energy এবং ব্যান্ডউইডথ দুটির-ই প্রয়োজন আছে । তাই, মোটামুটি দুটোই সমান রাখা উচিত । তবে, আপনার ওয়ালেটে trx ট্রান্সফার এর হার বেশি হলে ব্যান্ডউইডথ টাই বেশি রাখা উচিত বলে মনে করি আমি ।

সো, ওই ভোটগুলি SR দের মাঝে ডিস্ট্রিবিউট করে দিলে ডেইলি একটা ডেলিগেটেড স্টেকিং রিয়ার্ডস আর্ন হবে ।

রিওয়ারড আর্ন বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আমি জানতে যখন আমি ভোটিং এর মাধ্যমে আর্ন করছি তখন যদি আমি TRC20 এড্রেস এর মাধ্যমে usdt সেন্ড করি তাহলে সেক্ষেত্রে কি এই প্রায় ১৩% ফী বজায় থাকবে।

 3 years ago 

ভোটিং এর ব্যাপারটি এখানে গৌণ । আপনি stake করার মাধ্যমে পর্যাপ্ত energy gain না করলে আপনাকে ফী দিতেই হবে। নো ওয়ে ।

 3 years ago 

সত্যি দাদা এটি খুব একটি উপকারী পোস্ট পড়ে অনেক কিছুই বুঝতে পেরেছি এই ট্রন,স্টেকিং,ট্রানজেকশন এসব সম্পর্কে । তবে আর ও বেশি বুজতে হলে আর ও কয়েক বার ভাল করে পরতে হবে ।ট্রোন ট্রানজেকশনের ক্ষেত্রে এই পোস্টটি সবার পড়া দরকার। খুবই উপকারী এই পোস্ট ।ধন্যবাদ দাদা এমন গুরুত্বপূর্ন পোষ্ট শেয়ার করার জন্য ।

 3 years ago 

দারুন একটা জিনিস শিখলাম দাদা।
আসলে ট্রন সম্পর্কে আমাদের জ্ঞান অনেক কম। যাক আপনার সহযোগিতায় সবকিছু সম্ভব হচ্ছে ধীরে ধীরে। দোয়া রইল দাদা 🤲

 3 years ago 

ধারাবাহিকভাবে এনার্জি ও ব্যান্ডউইথ এর মধ্যে কোনটির কি কাজ সেটা নিয়ে একটি টিউটিরিয়াল দেওয়ার পরিকল্পনা আমার এমনিতেই ছিল। এখন খুবই ভালো হলো কারণ আপনার এই পোষ্টের মাধ্যমে খুব সহজেই অনুপ্রাণিত হয়ে আমি পোস্ট লিখতে পারবো। ট্রন সিরিজের 11 অথবা 12 নম্বর পোস্ট হবে এই বিষয়ের উপর। ধন্যবাদ দাদা

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88143.93
ETH 3070.82
USDT 1.00
SBD 2.78