খেটে খাওয়া মানুষের গান

in আমার বাংলা ব্লগ3 years ago

farmer
image source & credit: copyright & royalty free PIXABAY


পথ ভোলা কিছু মানুষের ভিড়
অন্ধকার আর অবিশ্বাসের আধিক্যে
তাদের জীবন ভেসে যায়
অসময়ের বীভৎস বন্যার জলে।

ওরা মাঠ খোঁজে ভীষণ রোদে
গায়ে উত্তাপ জড়িয়ে সারাদিন,
ওরাও চায় স্নিগ্ধ হাওয়া
আর একটু বিশ্বাসের শীতল পরশ।

অনেক রাত পেরিয়ে এই ভোরে
ওরা জেগে উঠেছে নতুন গাঁয়ে
উদ্যম আর মনের জোর নিয়ে,
ওদের মাঠ ভরবে সোনার ফসলে।

একদিন বিকেল বেলা গাছের ছায়ায়
আত্ম সমর্পণ করবে ওরা নির্দ্বিধায়,
নেতৃত্ব তুলে দেবে সর্ব কনিষ্ঠের কাঁধে,
বিদায় এক নতুন ভোরের আবির্ভাবে।


Sort:  
 3 years ago (edited)

এতো সুন্দর করে কথাগুলো লেখেছেন তা যে কেউ বুঝতে পারবে অতিসহজে। আপনার এই চারটি লাইল
আমার খুব বেশি মনোযোগ কেড়েছে।অসংখ্য ধন্যবাদ দাদা।

পথ ভোলা কিছু মানুষের ভিড়
অন্ধকার আর অবিশ্বাসের আধিক্যে
তাদের জীবন ভেসে যায়
অসময়ের বীভৎস বন্যার জলে।

 3 years ago 

ওরা মাঠ খোঁজে ভীষণ রোদে
গায়ে উত্তাপ জড়িয়ে সারাদিন,
ওরাও চায় স্নিগ্ধ হাওয়া
আর একটু বিশ্বাসের শীতল পরশ।

এই লাইনগুলো যে কত ভালো হয়েছে দাদা কি আর বলবো। আসলে তারা যেভাবে সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কাজ করে। সেই কারণেই কিন্তু আমরা এতোটা ভালো আছি,এতোটা আরামে আছি। তারা তাদের আরামটা কে বিসর্জন দিয়ে আমাদের জন্য খাটে। হ্যাঁ, হয়তো বা তারা পয়সার জন্যই করে। কিন্তু দিনশেষে লাভবান টা আমরাই হই, তাদের চেয়ে অনেক বেশি লাভবান হই আমরা। আপনার লেখাগুলোর গভীরতা অনেক বেশি দাদা। পড়েই মুগ্ধ হতে হয়।

 3 years ago 

দাদা, খুবই খুবই সুন্দর একটি খেটে খাওয়া মানুষের গান আমাদের মাঝে শেয়ার করেছেন। হ্যা দাদা, খেটে খাওয়া মানুষগুলো চাই একটু সতেজ বাতাস বিশ্বাসে শীতল পরশ।
দাদা, খেটে খাওয়া মানুষের গান লেখাটির প্রতিটা অংশ আমার খুব ভালো লেগেছে। তবে লেখার এই অংশটি আমার খুব ভালো লেগেছে মনকে ছুঁয়ে দিয়েছে।

  • অনেক রাত পেরিয়ে এই ভোরে
    ওরা জেগে উঠেছে নতুন গাঁয়ে
    উদ্যম আর মনের জোর নিয়ে,
    ওদের মাঠ ভরবে সোনার ফসলে।

ধন্যবাদ দাদা।

 3 years ago 

মন ছুয়ে যাওয়ার মত একটা কবিতা, আমি একজন কৃষকের ছেলে আমি জানি ফসল ফলানো কতটা কষ্ট। দিন শেষে সকল কৃষকই চাই একটু শান্তিতে থাকতে তারা দুমুঠো ভাত এবং একটা থাকার জায়গা পেলেই খুশি। আপনার এই কবিতার মধ্য বাস্তবতার চিত্র ভেসে উঠছে বার,বার। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি সৃষ্টিশীল কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ কবিতা।
ধন্যবাদ দাদা খেটে খাওয়া মানুষ নিয়ে কবিতা লিখার জন্য ❤️

একটি ভাল অনুপ্রেরণামূলক কবিতা, প্রত্যেকের মনে করা উচিত যে পরিশ্রম এবং পরিশ্রম ছাড়া সেই ব্যক্তি ভবিষ্যতে বিকাশ করতে সক্ষম হবে না। একইভাবে, একজন ব্যক্তির কখনই অভিযোগ করা উচিত নয় যখন তারা অনুভব করে যে তারা পরীক্ষা করা হচ্ছে এবং যখন এই সমস্ত সমস্যা আসে তখন প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। প্রত্যেককে অবশ্যই ইতিবাচকভাবে এবং উত্সাহের সাথে চিন্তা করতে হবে যাতে এটি সব শেষ করা যায়। তোমাকে আমার শুভেচ্ছা @rme আমার প্রিয় ভাই। সবাইকে এই অবিশ্বাস্য আত্মা দেখতে দিন.

 3 years ago 

"একদিন বিকেল বেলা গাছের ছায়ায়
আত্ম সমর্পণ করবে ওরা নির্দ্বিধায়,
নেতৃত্ব তুলে দেবে সর্ব কনিষ্ঠের কাঁধে,
বিদায় এক নতুন ভোরের আবির্ভাবে।" জীবন অনেকটা চক্রাকার । যথার্থ গভীরতা আছে ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক রাত পেরিয়ে এই ভোর, লাইনটির গভীরতা খুঁজতে গিয়ে নিজের সংগ্রামের কথা মনে পড়ে। অসাধারণ কবিতা,দারুন ছবি।

Is it really a song? It seems like a poem ...

দাদা কৃষক দের নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।আমাদের জন্য যারা খাবার উৎপাদন করে তাদেরকে আজ আমরা ছোট চোখে দেখি।তাদের জন্য আমরা সম্পন্ন সুযোগ-সুবিধা দিতে পারিনা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল-ফলাই আর আমরা আরমে বসে সেই খাদ্য খায়।দিন শেষে আমরা তাদেরকে বলি খ্যাত, চাষা।এটা বড়ই লজ্জার বিষয় আমাদের জন্য।আমি মনে করি সমাজের যদি উচু শ্রেণীর মর্যাদা দেয়া হয় তাহলে কৃষক দের কে দেওয়া উচিত। দাদা আপনার কবিতার গভীরতা অনেক। সবশেষে বলতে চাই আপনি কৃষকদের নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা। এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি ♥️

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96418.85
ETH 3444.11
SBD 1.55