দাদা কৃষক দের নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।আমাদের জন্য যারা খাবার উৎপাদন করে তাদেরকে আজ আমরা ছোট চোখে দেখি।তাদের জন্য আমরা সম্পন্ন সুযোগ-সুবিধা দিতে পারিনা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল-ফলাই আর আমরা আরমে বসে সেই খাদ্য খায়।দিন শেষে আমরা তাদেরকে বলি খ্যাত, চাষা।এটা বড়ই লজ্জার বিষয় আমাদের জন্য।আমি মনে করি সমাজের যদি উচু শ্রেণীর মর্যাদা দেয়া হয় তাহলে কৃষক দের কে দেওয়া উচিত। দাদা আপনার কবিতার গভীরতা অনেক। সবশেষে বলতে চাই আপনি কৃষকদের নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা। এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি ♥️