ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ part-02

in আমার বাংলা ব্লগ3 years ago

গত পরশু আমি প্রায় চল্লিশটির মতো ভারতীয় ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ শেয়ার করেছিলাম আপনাদের সাথে । আমার সব চাইতে ভালো লেগেছিলো শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলি দিয়ে নির্মিত ভাস্কর্য গুলি । তবে, পোড়া মাটির ফলকে করা আর্ট গুলোও কিন্তু অসাধারণ ছিলো । ভীষণ এনজয় করেছিলাম আর্টগুলি ।

আজকে যে আর্ট গুলো শেয়ার করবো একগুলোও বেশ অভিনব । কোনটি কাগজ দিয়ে, কোনটি পোড়ামাটির ফলকে, কোনটি আবার পিচ্ বোর্ড কেটে তৈরী । কোনো কোনো ভাস্কর্য দেখতে এতটাই মনোহর যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে ।

যাই হোক, আমি আপনাদের সাথে আজকে ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের আরও কিছু ফোটোগ্রাফ সমূহ শেয়ার করবো । আজকে পার্ট ০২ । আশা করি পার্ট ০১ এর ছবিগুলিও ভালো লাগবে আপনাদের ।


পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু"
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



অতি চমৎকার একটি ঝাড় লণ্ঠন
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



মাটি দিয়ে নির্মিত বুদ্ধের মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



অপূর্ব নকশা, অপূর্ব ভাস্কর্য (যক্ষ ?)
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


হর-পার্বতী, পোড়া মাটির ফলকে ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



নটরাজের মূর্তি, পোড়া মাটির ফলকে ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


অসাধারণ ডিজাইন, চোখ জুড়িয়ে যায়
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গির্জার ধাঁচে বানানো পুজো মণ্ডপ
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পেতলের পাতে উৎকর্ণ বজরংবলীর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়া মাটির ফলকে উৎকর্ণ মহাভারতের নানান দৃশ্যাবলী
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পোড়া মাটির ফলকে উৎকর্ণ মহাভারতের নানান দৃশ্যাবলী
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


অসাধারণ শিল্প, শ্যামা মায়ের মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সুকুমার রায়ের কালজয়ী কিছু ননসেন্স পোয়েট্রি অবলম্বনে করা এই আর্টগুলি
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সফল ভারতীয় অ্যাকশন মুভি "বাহুবলী"-র কিছু ক্যারেক্টার অবলম্বনে করা কিছু ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 

পোড়ামাটির ফলক এর কাজগুলো আমার কাছে সবসময় অনন্য অসাধারণ লাগে কারণ এই কাজ করতে অনেক নিখুঁত শ্রম দিতে হয়। কত ধরনের শিল্পী এই সময়গুলোতে তাদের নান্দনিকতা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং অনেক গুলোই হচ্ছে গুণী শিল্পীর অনন্য কাজ।

প্রথম পর্বের ছবিগুলোর মতো দ্বিতীয় পর্বের ভাস্কর্যগুলোও ভালো লেগেছে।

সুকুমার রায়ের ননসেন্স পয়েট্রি অবলম্বনে তৈরি আট গুলো অনেক দারুন হয়েছে।

আর, দাদা কুঞ্জবিহারীর নিকুঞ্জ এর পরের পর্বের অপেক্ষায় রইলাম। সময় পেলে গল্প শেয়ার করবেন যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কারণ আপনার গল্পগুলো অনেক রহস্যময় ও বর্ণনাভঙ্গি অসাধারণ।

 3 years ago 

প্রত্যেকটি ছবি চমৎকার কারুকার্য ও দক্ষতা ও নিপুনতার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে তৈরি করা।যা কোনো সহজসাধ্য বিষয় নয়।কত শিল্পীর মনের ভাবধারা ,না বলা কথাগুলি ও নিজের চিন্তাধারা সুন্দর ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে।কাগজের তৈরি মা ও শিশুর ছবিটি অন্ধকারের এক প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে।তাছাড়া মাটির তৈরি ভাস্কর্যগুলির এতটাই নিখুঁত ও অপূর্ব যে মনে হচ্ছে পাথরের।এত অপরূপ সাজে সজ্জিত কারুকার্যগুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম।তবুও জানো আরো দেখার প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল।প্রত্যেকটি এত দারুণ কাজ করেছেন শিল্পীরা যে প্রত্যেকটিই চোখ ধাঁধানো।ভাস্কর্যগুলিকে আপনি দারুণভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অপূর্ব নকশা, অপূর্ব ভাস্কর্য (যক্ষ ?)
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

অপরূপ সৌন্দর্যময় এই ভাস্কর্যগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এগুলো ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবি ভালো লাগছে। আপনার ফটোগ্রাফির জন্য আমি এই সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পেলাম। বিশেষ করে এই ভাস্কর্যটি আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ভাস্কর্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ part-02 ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে দাদা। part-01 ঐ পর্বের ছবিগুলোও আমার কাছে অসাধারণ লেগেছে। এই পর্বের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে প্রথম ছবিটি খুব ভালো লেগেছে।


পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু"
আলোকচিত্র তোলার তারিখ : অক্টোবর ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।

এই ছবির আর্টটি দেখে আমি পুরাই মুগ্ধ। এতো সুন্দর আর্ট একটা মানুষ কিভাবে করতে পারে আমি ভেবে অকুল। আপনার ফটোগ্রাফিতে আর্টের চিত্র গুলো আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন‍্য। ভালোবাসা অবিরাম দাদা।

 3 years ago 

ভাস্কর্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দাদা। প্রতিটি ফটোগ্রাফি দেখতে এতটাই সুন্দর যে বলে বুঝানোর মতো নয়। প্রথমের মা ও শিশুর ফটোগ্রাফি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারছিনা। পিচ্ বোর্ড কেটে তৈরী করা আর্ট "মা ও শিশু" আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া জনপ্রিয় ও সফল অ্যাকশন মুভি "বাহুবলী"-র কিছু ক্যারেক্টার অবলম্বনে করা কিছু ভাস্কর্য আমার অনেক ভালো লেগেছে দাদা। আপনি সুন্দর করে এগুলোর ফটোগ্রাফি করেছেন। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 3 years ago 

দাদা আপনার ফটোগ্রাফি দেখলে খুব ইচ্ছা করে ফোটগ্রাফি করতে। কিন্তু আমি ছবি তুললে বেশি ভালো হয় না। আপনার সব ধরণের ফটোগ্রাফি অসাধারণ হয়। সেটা হোক প্রকৃতির, হোক মানুষের বা হোক সেটা আর্টের সবই চমৎকার হয়। আপনার আজকের ফটোগ্রাফিগুলোও খুব সুন্দর হয়েছে। আর ভাস্কর্যগুলোর কথা কি আর বলবো এক কথায় চোখ জুড়িয়ে গেল দেখে। প্রতিটি ভাস্কর্যই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হচ্ছে। এক কথায় অসাধারণ।

 3 years ago 
ভারতীয় ঐতিহ্যের ভাস্কর্য অতুলনীয়

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnDsAguTitRU6QANS.jpeg

প্রতিটি ভাস্কর্য অসাধারণ ছিল ♥️। বিশেষ করে এই নকশাটি অসাধারণ ছিল। এটির দিকে অপলক তাকিয়ে ছিলাম। তবে এটিতে আসলেই দেখার আর বোঝার অনেক কিছু রয়েছে 🥀। সবথেকে বড় বিষয় আপনার জন্য এই অসাধারণ জিনিসগুলো দেখতে পাচ্ছি।

I am very excited to take away all those shared carvings and drawing to moon along w/ my romantic wife,arrange exhibition on the moon inviting all world models along w/ Elon Musk to moon and sold all the exhibited drawings for a tons of dollars finally we came back to earth and celebrate grand merry Christmas in space station in this chilled cold night inviting you as our chief guest to the merry Christmas w/ clouds nine joy 😹:)))

@rme

 3 years ago 

কি বলবো দাদা, আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। আপনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন কিছু দেখার সৌভাগ্য অর্জন করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 
দাদা আপনার ফটোগ্রাফির জন্য আমি এই সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পেলাম। বিশেষ করে এই ভাস্কর্য গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ভাস্কর্যগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104276.64
ETH 3847.01
SBD 3.34