You are viewing a single comment's thread from:
RE: ভারতীয় কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য্যের ফোটোগ্রাফ সমূহ part-02
প্রত্যেকটি ছবি চমৎকার কারুকার্য ও দক্ষতা ও নিপুনতার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে তৈরি করা।যা কোনো সহজসাধ্য বিষয় নয়।কত শিল্পীর মনের ভাবধারা ,না বলা কথাগুলি ও নিজের চিন্তাধারা সুন্দর ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে।কাগজের তৈরি মা ও শিশুর ছবিটি অন্ধকারের এক প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে।তাছাড়া মাটির তৈরি ভাস্কর্যগুলির এতটাই নিখুঁত ও অপূর্ব যে মনে হচ্ছে পাথরের।এত অপরূপ সাজে সজ্জিত কারুকার্যগুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম।তবুও জানো আরো দেখার প্রতি আগ্রহ দ্বিগুণ বেড়ে গেল।প্রত্যেকটি এত দারুণ কাজ করেছেন শিল্পীরা যে প্রত্যেকটিই চোখ ধাঁধানো।ভাস্কর্যগুলিকে আপনি দারুণভাবে ক্যামেরাবন্দি করেছেন দাদা।অনেক ধন্যবাদ আপনাকে।