অণুকাব্য "ভালোবাসাহীন জীবন, মৃত্যুরই নামান্তর"

in আমার বাংলা ব্লগ3 years ago


Copyright-free Image source : Pixabay


অণুকাব্য "ভালোবাসাহীন জীবন, মৃত্যুরই নামান্তর"



💘


♡ ♥💕❤

ছন্দেরা আজ মৃত আমার, কবিতা আসে না,
শব্দগুলো হারিয়ে গেছে, ফিরে তো আর এলো না ।
কথাগুলি হৃদয় থেকে হারিয়েই শেষে গেলো,
কবিতা ভুলে, স্বপ্ন মুছে, হৃদয় আমার মৃত্যু-শীতল হলো ।


দেহ নয় মন চাই, বলি আমরা হর-হামেশাই;
তবু, মনের চাইতে দেহকে প্রাধান্যই শেষে দেই ।
ভুল করি, অজস্র ভুলে ভরা এখন আমাদের জীবন,
সত্য ছেড়ে মিথ্যার পিছে অহর্নিশি ছোটে মৃত আমাদের প্রাণ ।

মৃত এ প্রাণ, মিথ্যা ত্যাজি সত্য ধরো, মিথ্যাকে ভোলো,
ভালোবাসার বারি সিঞ্চনে তাকে অমর করে তোলো ।


একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।
বিশ্বাসভঙ্গ করলেও তাকে ফের বিশ্বাসে বাঁধা যায়,
ভালোবাসার বিশ্বাসভঙ্গে হৃদয়ের মৃত্যু হয় ।


সুন্দর তনু, গৌর-বর্ণা, মেঘরাশি কেশ,
এসব কখনোই টানেনি কন্যা।
আমি শুধুই ভালোবাসি তোমার ওই মন ।
যৌনচেতনা শীতঘুমে, জাগাই না আর তাকে,
হৃদয়ের কপাট খুলে বসে আছি এসো প্রিয়া বাহুডোরে ।


ভালোবাসি তোমায়, তাই আবার এসেছি ফিরে,
তোমার জন্য পাড়ি দিয়েছি কত ঝঞ্জা বিক্ষুব্ধ অর্ণব।
ঘন তমসাচ্ছন্ন কালরাত্রি পার করেছি কত!
আলোকবিহীন, পাঞ্জেরী বিহীন দিশেহারা অর্ণবপোত;
ঘন কুজ্ঝটিকায় বিভ্রান্ত আমি, তাও পথের দিশা আপ্রাণ খুঁজেছি,
তোমার স্বপন-মুরতি অন্তরে ধারণ করি ।


সময়ের প্রত্যেকটা পদচারণ শুনি থমকে গিয়েছে এ হৃদয়,
আমার অন্তরাত্মা বলে - "ওরে নেই সময়, নেই", ফুরিয়েছে সময় ।
জীবনের সকল বিকিকিনি শেষ, জীবনটা তো ফুরিয়েই এলো প্রায়,
ভালোবাসাকে কি পাবো না করতে আর, এ বুকে আশ্রয় ?


কুরুক্ষেত্র আমাদের জীবন, ছল শকুনি সর্বত্র,
অভিশপ্ত যোদ্ধা আমরা সবাই ।
অমানিশার কালরাত্রির রাজকীয় বৈঠকে,
কপট শকুনি বৈঠক করে দুরাত্মা দুর্যোধনের সনে ।

বিশ্বাস করেছি যাকে সর্ব অন্তঃকরণে ভালোবাসা দিয়ে,
সেই শত্রু হয়েছে বিক্রী আজ কৌরবদের শিবিরে ।
অন্তর্ঘাতের জবাবে আমি কি দিতে পারি?
ক্ষমা আর ভালোবাসা ছাড়া আর নেই তো কিছু দেবার !

♡ ♥💕❤


Sort:  
 3 years ago 

দেহ নয় মন চাই, বলি আমরা হর-হামেশাই;
তবু, মনের চাইতে দেহকে প্রাধান্যই শেষে দেই ।
ভুল করি, অজস্র ভুলে ভরা এখন আমাদের জীবন,
সত্য ছেড়ে মিথ্যার পিছে অহর্নিশি ছোটে মৃত আমাদের প্রাণ ।
মৃত এ প্রাণ, মিথ্যা ত্যাজি সত্য ধরো, মিথ্যাকে ভোলো,
ভালোবাসার বারি সিঞ্চনে তাকে অমর করে তোলো ।

দাদা আপনার অণুকাব্য টি আমার অনেক অনেক ভালো লেগেছে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে গভীরতা বুঝতে গিয়ে বর্তমান সময়ে বাস্তবের সাথে হুবহু হরহামেশাই মিল খুঁজে পাওয়া যায়।

একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।
বিশ্বাসভঙ্গ করলেও তাকে ফের বিশ্বাসে বাঁধা যায়,
ভালোবাসার বিশ্বাসভঙ্গে হৃদয়ের মৃত্যু হয় ।

দাদা আপনার অণুকাব্য খুবই সুন্দর হৃদয়বিদারক বাস্তবসম্মত একটি কথা বলেছেন, এই লাইনটা আমার সবচেয়ে ভালো লেগেছে,

ভালোবাসার বিশ্বাস ভাঙ্গে হৃদয়ের মৃত্যু হয়।

শরীর দেহ সব ঠিকঠাক থেকে যাই কিন্তু হৃদয়ের মৃত্যু ঘটে।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দাদা, শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা আপনার পরিবারের জন্য।

Thank You for sharing...

 3 years ago 

এত সহজ ভাবে যে মনের কথা ফুটিয়ে তোলা যায় দাদা এই লেখা গুলো না পড়লে হয়তো বুঝতেই পারতাম না একদম। কি চমৎকার বহিঃপ্রকাশ গো দাদা। এই ধরনের অনুকাব্যের ফ্যান হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এই লেখা গুলো চলতেই থাকুক দাদা। নিজের জীবনের অপ্রকাশিত সত্যি গুলো বেড়িয়ে আসে মনে হয় আপনার লেখাতে।
অনেক ভালো থাকবেন।

ওয়াও দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে।

IMG_20220505_131222.jpg

এই লাইনে গুলো খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দাদা এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর লেখা.. আপনার লেখা আমার খুব ভালো লাগে।
@ahmadazeez12

 3 years ago 

ওয়াও দারুন দাদা,প্রত্যেকটা অনুকাব্য বেশ সুন্দর। অসাধারণ।

একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।
বিশ্বাসভঙ্গ করলেও তাকে ফের বিশ্বাসে বাঁধা যায়,
ভালোবাসার বিশ্বাসভঙ্গে হৃদয়ের মৃত্যু হয় ।
এটা বেশ সুন্দর। ধন্যবাদ।

Thank You for sharing...

 3 years ago 

একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।
বিশ্বাসভঙ্গ করলেও তাকে ফের বিশ্বাসে বাঁধা যায়,
ভালোবাসার বিশ্বাসভঙ্গে হৃদয়ের মৃত্যু হয় ।

দাদা আপনার অণুকাব্য গুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর কাব্য লিখেছেন। সত্যি ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর কথা আমার খুবই ভালো লেগেছে। আসলে আপনার প্রশংসা করে শেষ করা যাবে না।

Thank You for sharing...

 3 years ago 

একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।

বিরহময় জীবন নিয়ে কমেন্টস করতে এসেছি দাদা আপনার সুন্দর এই বিরহের কবিতার উপর। আপনার যেই লাইন দুটোকে আমি তুলে ধরেছি, এই লাইন দুটো আমার জীবনে কিছুটা হলেও মিল খুঁজে এনেছে। তবে লাইন দুটো পড়ার পরে সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছি এইজন্য যে আপন জনে কষ্ট দিলে সে কষ্ট সহ করা বড়ই কঠিন। যাই হোক দাদা আপনার প্রত্যেকটি ছোট কবিতা আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর লেখা লেখির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।
বিশ্বাসভঙ্গ করলেও তাকে ফের বিশ্বাসে বাঁধা যায়,
ভালোবাসার বিশ্বাসভঙ্গে হৃদয়ের মৃত্যু হয় ।

দাদা আপনার কবিতা মানে অনেক গভীরতা ও অনেক অর্থবহ কিছু বিষয় নিয়ে লেখা যা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের এই কবিতার উপরের চারটি লাইন আমাকে বেশি আকর্ষণ করেছে, কথা গুলো একদম সত্যি কিন্তু হৃদয়ের মৃত্যু যে অনেক বড় ক্ষত তা আমরা
অনেকেই মানতে চাই না।আর কবিতার প্রতিটি লাইন, প্রতিটি শব্দ অনেক বড় অর্থ বহন করছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

Thank You for sharing...

দাদা তোমার কবিতার প্রতিটি লাইন খুব অর্থবহ। খুব মন দিয়ে পড়লাম তোমার কবিতা। যদিও তোমার লেখা সব গুলোই আমার খুব ভালো লাগে। তোমার জন্য শুভ কামনা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 106643.72
ETH 3375.37
SBD 4.87