RE: অণুকাব্য "ভালোবাসাহীন জীবন, মৃত্যুরই নামান্তর"
দেহ নয় মন চাই, বলি আমরা হর-হামেশাই;
তবু, মনের চাইতে দেহকে প্রাধান্যই শেষে দেই ।
ভুল করি, অজস্র ভুলে ভরা এখন আমাদের জীবন,
সত্য ছেড়ে মিথ্যার পিছে অহর্নিশি ছোটে মৃত আমাদের প্রাণ ।
মৃত এ প্রাণ, মিথ্যা ত্যাজি সত্য ধরো, মিথ্যাকে ভোলো,
ভালোবাসার বারি সিঞ্চনে তাকে অমর করে তোলো ।
দাদা আপনার অণুকাব্য টি আমার অনেক অনেক ভালো লেগেছে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে গভীরতা বুঝতে গিয়ে বর্তমান সময়ে বাস্তবের সাথে হুবহু হরহামেশাই মিল খুঁজে পাওয়া যায়।
একবার ভুল করলেও শুধরে নেওয়া যায়,
একবার ত্যাগ করলেও গ্রহণ করা যায় ।
বিশ্বাসভঙ্গ করলেও তাকে ফের বিশ্বাসে বাঁধা যায়,
ভালোবাসার বিশ্বাসভঙ্গে হৃদয়ের মৃত্যু হয় ।
দাদা আপনার অণুকাব্য খুবই সুন্দর হৃদয়বিদারক বাস্তবসম্মত একটি কথা বলেছেন, এই লাইনটা আমার সবচেয়ে ভালো লেগেছে,
ভালোবাসার বিশ্বাস ভাঙ্গে হৃদয়ের মৃত্যু হয়।
শরীর দেহ সব ঠিকঠাক থেকে যাই কিন্তু হৃদয়ের মৃত্যু ঘটে।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দাদা, শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা আপনার পরিবারের জন্য।
Thank You for sharing...