[ফোটোগ্রাফি পোস্ট] প্রোফেসর শঙ্কু পার্কে একদিন : পর্ব - ০৪steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


দেখতে দেখতে আমার "শঙ্কু পার্ক" ভ্রমণের চতুর্থ পর্ব চলে এলো । আজকের চতুর্থ পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পার্কের চতুর্থ অংশের ফোটোগ্রাফি । আগেই বলেছি সমগ্র পার্কটি মোট ছ'টি অংশে বিভক্ত । এর আগের পর্ব গুলোতে আমি প্রথম তিনটি অংশের ফোটোগ্রাফি শেয়ার করেছি ।

পার্কের এই চতুর্থ অংশটি সজ্জিত করা হয়েছে প্রধানতঃ শঙ্কু সিরিজের দু'টি বিখ্যাত কাহিনী অবলম্বনে । একটি হলো "শঙ্কু ও ঈজিপ্সিয় আতঙ্ক" এবং অপরটি হলো "শঙ্কুর কঙ্গো অভিযান" ।

এই অংশের একদম মধ্যিখানে রয়েছে একটি মিশরীয় পিরামিডের আদলে তৈরী ছোট্ট ঘর । তার মধ্যে শোয়ানো কারুকার্য খচিত মমির কফিন বাক্স । এই ভাস্কর্যটি তৈরী করা হয়েছে শঙ্কু কাহিনী "শঙ্কু ও ঈজিপ্সিয় আতঙ্ক" অবলম্বনে । এখানে তনুজা দাঁড়িয়ে কয়েকটি পোজ দিলো ফোটো ওঠার জন্য । এখানে প্রচুর মিশরীয় অঞ্চলের গাছপালা রয়েছে । প্রধানতঃ মিশরীয় খেঁজুর, পাম ও ক্যাকটাস গাছের চারা রয়েছে দেখলাম অনেকগুলো ।

আর এর ঠিক পুবদিকে রয়েছে প্রকান্ড একটি লৌহ নির্মিত খাঁচা । তার মধ্যে একটি মানুষের মডেল খাঁচা বেয়ে উপরে উঠছে । এখানে দাঁড়িয়েও কিছু ছবি তোলা হলো । এরপরে কিছুটা এগিয়ে পশ্চিমদিকে দেখলাম বেঁটে বেঁটে বেশ কিছু অদ্ভুত ধরণের গাছ । অনেকটা সুপারি গাছের মতো দেখতে বেশ কিছু গাছ আছে । আর আছে কাঁটাওয়ালা একধরণের গাছ । এগুলো আফ্রিকায় পাওয়া যায় ।

আসলে এই অংশে শঙ্কুর অতি বিখ্যাত কাহিনী "শঙ্কুর কঙ্গো অভিযান" অবলম্বনে "মোকলো মবম্বে" বা ডাইনসোরের একটা স্ট্যাচু রয়েছে । বেশ করেছে স্ট্যাচুটা । একদম যেন গল্পের পাতা থেকে উঠে এসেছে । আফ্রিকার কঙ্গোর গহীন অরণ্যের প্রায় বেশিরভাগ অঞ্চলেই মানুষের পায়ের ছাপ পড়েনি । তাই ধারণা করা হয় যে অরণ্যের এই অংশে হয়তো বা আদিম প্রাগৈতিহাসিক প্রাণীর বাস রয়েছে । যেমন ডাইনোসর । তবে, শঙ্কু গল্পের ডাইনোসরটি আদতে রোবট ছিল ।

যাই হোক এবার চলুন দেখে ফেলা যাক আজকের ফোটোগ্রাফি ।


ইজিপ্সিয় পিরামিডের অভ্যন্তরের মমি রাখার শবাধার ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ইজিপ্সিয় মমির মুখোশ ও সার্কফোগ্যাস (sarcophagus) ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

***

ইজিপ্সিয় পিরামিড ও মমির সাথে তনুজার সেলফি ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

***

বিশালকাল লোহার খাঁচা ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।

***

মোকলে মোবোম্বে বা প্রাগৈতিহাসিক টি-রেক্স ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ৩১ আগস্ট ২০২৩

টাস্ক ৩৭২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 229faac80e306870f3858f8b82ec8936f7ac6a08105f3ce3c57bf0dee8e642a8

টাস্ক ৩৭২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

প্রোফেসর শঙ্কু পার্কের এই পর্বের ফটোগ্রাফি গুলো ও খুব চমৎকার ছিল দাদা।বিশেষ করে ডাইনসোরের স্ট্যাচু যে জায়গাতে তারা স্থাপন করেছে একদম পারফেক্ট জায়গা ছিল। ডাইনসোরের সামনে বৌদি যেভাবে দাঁড়িয়ে রয়েছে এতে সাহসের ও প্রয়োজন রয়েছে। কারণ অনেকেই এরকম ডাইনসোরের স্ট্যাচু দেখলেও ভয় পায়। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

I love the pictures, I hope you are getting better

 last year 

কাল থেকে সার্ভারের কারনে কোন কাজই করা হয়ে উঠেনি।মনটা তাই ভীষন খারাপ দাদা।কালকের ৩ য় পর্বটি তাই দেখা হয়ে উঠেনি। আজ ৪ র্থ পর্ব দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো চমৎকারভাবে তুলেছেন দাদা।আপনি এই পার্কটিকে নিয়ে ৬ টি পর্ব করবেন বলেছেন।আশাকরি বাকি পর্বগুলো ও দেখতে পাবো। ধন্যবাদ দাদা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে পার্কটি সম্বন্ধে বিভিন্ন তথ্য ও ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো দাদা আপনার জন্য।

 last year 

দেখতে দেখতে প্রোফেসর শঙ্কু পার্কের চতুর্থ পর্বে পৌঁছালাম আমরা। এই পর্বটা সত্যিই দারুন এখনে মমি, বিশালাকার খাঁচা, প্রাগৈতিহাসিক টি-রেক্স কি নেই। আর বৌদির ছবিগুলো অসাধারণ হয়েছে। দারুন ছিল পোস্টটি দাদা।

Posted using SteemPro Mobile

 last year 

আগের তিনটি পর্বের মতো চতুর্থ পর্বের ফটোগ্রাফি গুলোও চমৎকার হয়েছে দাদা। মিশরীয় পিরামিডের আদলে তৈরি ঘরটি সবচেয়ে সুন্দর লাগছে দেখতে। প্রফেসর শঙ্কু পার্কটি আসলেই ব্যতিক্রমধর্মী একটি পার্ক। সবমিলিয়ে পোস্টটি দেখে খুবই ভালো লেগেছে দাদা। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 last year 

প্রিয় দাদা, আজকে আপনার পোষ্টের মাধ্যমে প্রোফেসর শঙ্কু পার্কের খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। বিশেষ করে ইজিপ্সিয় পিরামিডের বিভিন্ন ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সার্ভার ডাউন থাকার কারণে লেখাটা পড়তে বেশ দেরি হয়ে গেল ভাই। যদি সন্ধ্যাবেলা হ্যাংআউটের আগে পড়তাম, তাহলে আজ হয়তো কুইজে রাখা এই লেখা থেকে যে প্রশ্নটা করেছিলেন, তা হয়তো দিতে পারতাম।
তবে যাইহোক, ছবিগুলো বেশ উপভোগ করলাম। অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য।

ছবিগুলো বেশ উপভোগ করলাম। অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Very good story my brother. It looked like a story in an ancient kingdom and inside the garden were several statues that reminded a history of that era. Do you like ancient historical places... In Aceh Province there are so many ancient historical places that even have very good stories... if you have time, can you visit Aceh. Would have been nice. If you go to Aceh please let me know.

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94231.88
ETH 3277.87
SBD 6.51