"আমার বাংলা ব্লগ" এর নতুন মজার একটি উদ্যোগ - আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০১

in আমার বাংলা ব্লগ2 years ago

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

স্কুল (স্কুল কিংবা স্কুলের সাথে সংযুক্ত যে কোন কৌতুক/ হাসির অনু গল্প)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png


পরিশিষ্ট


প্রতিদিন ২৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (225 TRX daily for 7 consecutive days :: DAY 06)


trx logo.png



সময়সীমা : ২৮ অগাস্ট ২০২২ থেকে ০৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৪৮ : ২৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

২৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3eb23cf6202c297670d2d512178fecafa398a2d24f84c22189f749be1a105e5a

টাস্ক ৪৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Sort:  
 2 years ago 

শিক্ষক: তোমরা সবাই বলো তো ভাষা কাকে বলে?
ছাত্র:মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে।
শিক্ষক: বাহ, বেশ সুন্দর বলেছো তো। এবার একটা উদাহরণ দেও?
ছাত্র:যেমন, আমাদের প্রতিদিন মারিস কেন আমরা ব্যাথা পাই না। তোর মনে কি মায়া দয়া নেই।

Thank You for sharing Your insights...

 2 years ago 

মনের ভাব প্রকাশ করার পর ছাত্রের কি অবস্থা হলো জানার খুব ইচ্ছা। 😂

 2 years ago 

কি হয়েছে জানিনা।কিন্তু সে যে আর কোন দিন মনের ভাব প্রকাশ করে নি সে ব্যাপারে আমি নিশ্চিত।

 2 years ago 

কি আর হবে শিক্ষক তার হাতের জালি বেতের ব্যবহার প্রয়োগ করেছিলো😜😜

 2 years ago 

আমি হাসতে হাসতে শেষ বৌদি, এটা বেষ্ট ছিলো। ছাত্রের প্রশংসা করতেই হবে হা হা হা

 2 years ago 

এইরে এই বুঝি আরো কয়েকটা বেতের আঘাত হবে। 😂

 2 years ago 

বাহ্ মনের ভাব খুব সুন্দর করে ভাষায় প্রকাশ করেছে !!

 2 years ago 

একদিন ষষ্ঠ শ্রেণির ক্লাসে পড়ালেখা শেষ করে ঘন্টা পড়তে বেশ কিছু সময় বাকি রয়েছে। তাই শিক্ষক সকল ছাত্র-ছাত্রীকে বলল আজকে তোমাদের সাথে তোমাদের লক্ষ্য নিয়ে আলোচনা করব।
তা এখন বল ছাত্র ছাত্রীরা তোমাদের কার কি লক্ষ্য?

শিক্ষক: মট্টু তুই বল তোর লক্ষ্য কি?
মট্টু: স্যার আমি ইঞ্জিনিয়ার হতে চাই।
শিক্ষক: গুড।

শিক্ষক: পিংকু তুমি বল তোমার লক্ষ্য কি?
পিংকু: স্যার আমি ডাক্তার হতে চাই।
শিক্ষক: ভেরি গুড।

শিক্ষক: মিষ্টি তুমি বলো তোমার লক্ষ কি?
মিষ্টি: স্যার আমার লক্ষ্য হলো একজন ভালো মা হওয়া।
শিক্ষক: মাশাল্লাহ।

শিক্ষক: ঝন্টু এবার তুই বল তোর লক্ষ্য কি?
ঝন্টু: স্যার আমি মিষ্টি কে এই কাজের সাহায্য করতে চাই।

 2 years ago 

ঝন্টুর লক্ষ্য তো দেখছি বিশাল 😜

 2 years ago 

আমি মিষ্টিকে সবাই সহযোগিতা করতে চায়, কিন্তু আমার মন চায় শুধুই জিলাপি হি হি হি

 2 years ago 

ভবিষ্যতে ঝন্টু পরিবার পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই কোন অ্যাওয়ার্ড জিতবে।

 2 years ago 

মা- আজ স্কুলে কী করলে বাবু,
বাবু- যেমন খুশি তেমন লিখো, খেললাম।
মা- কিন্তু আজ না তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা?
বাবু- ওটার কথাই তো বলছি!..

ড্রয়িং পরীক্ষায় স্যার বল্টুকে জিজ্ঞেস করল, কি এঁকেছিস বল্টু।
বল্টু উত্তর দিলঃ স্যার একটি গরু মাঠে ঘাস খাচ্ছে অঙ্কন করেছি।
স্যার বল্টুর খাতা হাতে নিয়ে দেখে খাতায় কিছু আঁকা নেই। তাই জিজ্ঞেস করল - কই তোর খাতায় তো ঘাস গরু কিছু দেখা যাচ্ছে না।
বল্টু বলল, স্যার ঘাস এঁকেছিলাম ওগুলো গরু খেয়ে ফেলেছে, তাই দেখা যাচ্ছে না।
স্যার জিজ্ঞেস করল-গরু কই।
বল্টুঃ স্যার, ঘাস খাওয়া শেষে গরু মাঠ থেকে চলে গেছে।

 2 years ago 

ম্যাডাম : কাল ৩ প্রকার - অতীত , বর্তমান , ভবিষৎ কাল । উদাহরণ হিসেবে মনে করো -আমি সুন্দরী ছিলাম , সুন্দরী আছি , সুন্দরী থাকবো ।

এখন তোমরা কেউ ৩ প্রকার কালের উদাহরণ দিতে পারবে ?

বল্টু : ম্যাডাম আমি পারবো ।
ম্যাডাম : ওকে ফাইন বলো ।
বল্টু : আপনার ধারণা ভুল ছিলো, ভুল আছে, ভুল থাকবে ।

 2 years ago 

😂😂😂😂
এটা অস্থির ছিল।।

এটা বেশ মজার ছিল। হা হা হা

 2 years ago (edited)

ওরে বাবারে,বল্টু তো একদম পাক্কা,😆😆😆

 2 years ago 

নাম বল্টু কিন্তু বুদ্ধিতে একেবারে পাক্কা সেয়ানা।

 2 years ago 

এটা সেরা ভাই 😅😅😅🙌👌👌👌

 2 years ago 

খুবই অসাধারণ ছিল ভাই।।

 2 years ago 

হা হা হা 😄
বেশ মজার ছিল।।।

 2 years ago 

নিজের উদাহরণ টা আবার বল্টুর নামে চালিয়ে দেন নি তো😜😜

 2 years ago 

ভালো হয়ে যাও, মেকাপে আর কত্তদিন চলবে হি হি হি

 2 years ago 

এখনো কোন সুন্দরী ম্যাডামের ক্লাস করতে পারলাম না 😓

 2 years ago 

স্যার: ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বললেন আজকে আমি তোমাদেরকে পড়াবো স্বাধীনতা নিয়ে। স্যার স্বাধীনতা নিয়ে অনেক কথাই বলে ফেললেন।
বল্টু: বল্টু দাঁড়িয়ে বললো স্যার আপনার পড়ানো কখন শেষ হবে?
স্যার: কেন?
বল্টু: আমি স্বাধীনতার চর্চা করতে চাই।
স্যার: তাহলে তো বেশ ভালো।
বল্টু: আমি একটু বাইরে যাব বিড়ি খেতে।
স্যার: স্যার লাঠি হাতে নিলো ও রেগে মেগে আগুন হয়ে গেল।
বল্টু: এবার বল্টু দাঁড়িয়ে বলল কেন স্যার আমরা তো স্বাধীন দেশের নাগরিক। একটুখানি বিড়ি খাওয়ারও কি স্বাধীনতা নেই।😅😅

 2 years ago 

বল্টু ঝোপ বুঝে কোপ মেরেছে। কিন্তু বল্টুর কপালে দুঃখ আছে এবার। 😅

 2 years ago 

কপালে দুঃখ ডেকে আনার জন্যই তো মানুষ বেশি স্বাধীনতা চায়। 😅😅

 2 years ago 

ধুর একটু খানি খেলে কি হয়, আমি হলেতো পুরোটাই খাইতাম হি হি হি

 2 years ago 

শেষের অংশটুকু পানি দিয়ে গুলে খেতে পারেন ভাইয়া। অপচয় করার কি দরকার। 😅😅

 2 years ago 

আপনিতো মোটেও ভালো না, এসব বুদ্ধি দেন সবাইকে

 2 years ago 

ফ্রিতে এত সুন্দর বুদ্ধি দিলাম তাও পছন্দ হলো না?

RME, Thank You for sharing Your insights...

 2 years ago 

একজন শিক্ষক ক্লাসে ছাত্রদেরকে প্রশ্ন করল আচ্ছা তোমাদের সামনে যদি জ্ঞান এবং অনেক গুলো টাকা পড়ে থাকে,তখন তুমি কি নিবে সেখান থেকে, জ্ঞান নাকি টাকা? তখন সবাই বসে রইলো তবে একটি ছাত্র দাঁড়িয়ে বলে শিক্ষককে আমি হলে টাকা নিবো।শিক্ষক বলে আমি হলে জ্ঞান নিতাম। তখন ছাত্র বলে আসলে স্যার যার যেটা দরকার।

 2 years ago 

চমৎকার উদ্ভিক দাদা। এতে করে অনেকের সুপ্ত প্রতিভা আরও একধাপ এগিয়ে যাবে। না বলা অনেক হাসির কাহিনী বেরিয়ে আসবে। সৃজনশীলতায় ভরপুর হবে আমার বাংলা ব্লক কমিউনিটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

চমৎকার উদ্ভিক দাদা

আপনি সম্ভবত উদ্যোগ লিখতে চেয়েছিলেন। বানানটি ঠিক করে নিন।

 2 years ago 

অনেক ভাল একটি উদ্যোগ নিয়েছেন দাদা। জীবনের এত গম্ভীর ব্যস্ততার মাঝে এখানে এসে একটু হাসা যাবে সেটি বড় একটি বেপার । আমার বাংলা ব্লগ এবং দাদাকে ধন্যবাদ জানাই আমাদের কে হাসানোর জন্য এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101158.43
ETH 3649.74
USDT 1.00
SBD 3.20