You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" এর নতুন মজার একটি উদ্যোগ - আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -০১
স্যার: ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বললেন আজকে আমি তোমাদেরকে পড়াবো স্বাধীনতা নিয়ে। স্যার স্বাধীনতা নিয়ে অনেক কথাই বলে ফেললেন।
বল্টু: বল্টু দাঁড়িয়ে বললো স্যার আপনার পড়ানো কখন শেষ হবে?
স্যার: কেন?
বল্টু: আমি স্বাধীনতার চর্চা করতে চাই।
স্যার: তাহলে তো বেশ ভালো।
বল্টু: আমি একটু বাইরে যাব বিড়ি খেতে।
স্যার: স্যার লাঠি হাতে নিলো ও রেগে মেগে আগুন হয়ে গেল।
বল্টু: এবার বল্টু দাঁড়িয়ে বলল কেন স্যার আমরা তো স্বাধীন দেশের নাগরিক। একটুখানি বিড়ি খাওয়ারও কি স্বাধীনতা নেই।😅😅
বল্টু ঝোপ বুঝে কোপ মেরেছে। কিন্তু বল্টুর কপালে দুঃখ আছে এবার। 😅
কপালে দুঃখ ডেকে আনার জন্যই তো মানুষ বেশি স্বাধীনতা চায়। 😅😅
ধুর একটু খানি খেলে কি হয়, আমি হলেতো পুরোটাই খাইতাম হি হি হি
শেষের অংশটুকু পানি দিয়ে গুলে খেতে পারেন ভাইয়া। অপচয় করার কি দরকার। 😅😅
আপনিতো মোটেও ভালো না, এসব বুদ্ধি দেন সবাইকে
ফ্রিতে এত সুন্দর বুদ্ধি দিলাম তাও পছন্দ হলো না?