টিনটিনের জন্মদিনের কিছু বিশেষ মুহূর্তের ফটোগ্রাফ - এপিসোড ০১

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


গতকাল ছিল আমার ছেলে টিনটিনের শুভ জন্মদিন । টিনটিন এর ছিল এটি চতুর্থ জন্মবার্ষিকী । দেখতে দেখতে কি ভাবে জানি চার চারটি বছর পার করে ফেললো পুঁচকেটা । ভীষণ দুরন্ত কিন্তু ও, যদিও মুখ দেখে সেটি বোঝার উপায় নেই কোনো । দেখতে অমন শান্ত শিষ্ট হলে কি হবে অসম্ভব দুরন্ত একটা ছেলে ও । ওর দুষ্টুমিতে আমাদের সবার অবস্থা কাহিল ।

বাড়িতে সারাদিন টো টো করে এ ঘর ও ঘর ঘুরঘুর করে বেড়ায় । আর সেই সাথে চলে দুষ্টুমি । মাত্র কয়েকদিন আগে ওর কাকা দুটো নন আলকোহলিক হুইস্কি বটল এনেছিল । একটি নিয়ে মুহূর্তের মধ্যে আছড়ে ভেঙে ফেললো । সারা ঘরে হুইস্কি আর ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে পড়লো । এরপরে আক্রমণ করলো দ্বিতীয় বটল । ওটাও আছড়ে ফেললো । কি আশ্চর্য ! এই বোতলটা আর ভাঙলো না ।

এতে রেগে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের একটা প্লাস্টিকের বোতল নিয়ে লিভিং রুমে টিভির সামনে আছড়ে ফেললো সর্বশক্তি দিয়ে । মুহূর্তের মধ্যে বেশ শব্দ করে বিস্ফোরিত হলো সেটি । আমার জীবনে প্রথম কোনো কোল্ড ড্রিংকসের বোতল বিস্ফোরিত হতে দেখলাম । প্লাস্টিকের বোতলটা ছিঁড়ে খুঁড়ে টিভিটা, সোফাসেট, কার্পেট সহ লিভিং রুমের বেশ অনেকটা জুড়ে ছড়িয়ে পড়লো কোকাকোলা । দেওয়াল এমনকি সিলিং অব্দি ছড়িয়ে পড়লো কোকাকোলা ।

এই রকম বিস্ফোরণ জীবনেও দেখিনি । বিশেষ করে সফ্ট ড্রিঙ্কস এর বোতলে । লিভিং রুমের টিভি টা খুবই দামি । ৬৫ ইঞ্চির SONY BRAVIA Full HD 8K TV with high speed internet access, built in apps, 3D ability. এই দামে ৬৫ ইঞ্চির অন্য ব্রান্ডের এইচডি টিভি ৩-৪ টা কেনা যায় । মুহূর্তে টিভির ইনফ্রা রেড সেন্সর এন্ড কন্ট্রোলার ডাউন হয়ে গেলো । আর টিভি অন হয় না ।

চললো ধস্তাধস্তি । বহুক্ষণ ধরে টোকা মারতে লাগলাম ইনফ্রা রেড সেন্সর বক্স এ । ভিতরে কোল্ড ড্রিংকসের চটচটে তরল সিগন্যাল এ বাধা সৃষ্টি করছে । বহুক্ষণ পরে টিভি অন করতে সমর্থ হলুম । কিন্তু, রিমোট দিয়ে আর টিভি একসেস করা যায় না । চললো মাঝরাত অব্দি ক্লিনিং এর কাজ । পরের দিন সকালে অবশেষে পুরোপুরি টিভিটা ঠিক করা গেলো ।

এই হলো টিনটিনের অসংখ্য দুষ্টুমির মধ্যে একটি । যাই, হোক দুষ্টু মিষ্টি টিনটিন এর শুভ জন্মদিনে ওর দুষ্টুমির একটা কাহিনী শেয়ার করলাম ।



টিনটিনবাবু স্টেজ এর সামনে পোজ দিচ্ছে

তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



টিনটিনবাবুর জন্মদিনের স্টেজ

তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



টিনটিনবাবু বেলুন নিয়ে খেলায় মেতে আছে

তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



মায়ের সাথে জন্মদিনের অনুষ্ঠানে টিনটিনবাবু

তারিখ : ২৬ সেপ্টম্বর ২০২২
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।



ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (350 TRX daily for 7 consecutive days :: DAY 03)


trx logo.png



সময়সীমা : ২৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ০১ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৭৩ : ৩৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bf975019929d6d689e3558ca8b1924e651268ad03d901c5875a12a95da262235

টাস্ক ৭৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

RME, Thank You for sharing Your insights...

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

টিনটিনের মায়া ভরা মুখ দেখে একদমই বোঝা যায় না টিনটিন এতটা দুষ্টুমি করতে পারে। আসলে এখনকার সময়কার বাচ্চারা বেশ দুষ্ট। তবে টিনটিনকে দেখে মনে হয় না ও কখনো দুষ্টুমি করেছে। জন্মদিনের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

একজন শিক্ষক হিসেবে এই দুষ্টুমি সম্পর্কে আমার খুবই সুন্দর একটা ধারণা রয়েছে। এই ধরনের দুষ্টু শিশুরা অনেক মেধাবী হয়ে থাকে আর বড় হবার পরে তারা এতটাই শান্ত প্রকৃতির হয়ে যায় তা বিশ্বাস করার মতো না। আশা করি আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুও একদিন শান্তশিষ্ট এবং অনেক বুদ্ধিমান একজন মানুষ হয়ে গড়ে উঠবে।

 2 years ago 

টিনটিনের ঘটনা পড়ে বেশ অবাক হলাম , সেই সঙ্গে ভাবছি আমার ছেলেটা বড় হলে কি করবে তাহলে । বেশ চিন্তায় পড়ে গেলাম ভাই । তবে যাই বলুন ভাই, ওকে দেখতে একদম রাজকুমারের মতো লাগছে ।

ওর জন্য স্নেহ ও ভালোবাসা রইল।
বড় হয়ে মানবিক গুণে মানুষ হোক এমনটাই প্রত্যাশা করছি । এমন মুহূর্তগুলো ফিরে আসুক বারবার।

 2 years ago 

টিনটিন সোনার মুখ দেখলে কিন্তু মনে হয় না ও এতটাও দুষ্টু প্রকৃতির কিন্তু দাদা আপনি যা বললেন তাতে তো খুবই ভয়ংকর ঘটনা ঘটেছিল বাসায়,ওর সামান্য দুষ্টুমির জন্য বেশ ভোগান্তি হয়েছিল বাসার সবার কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় যে টিনটিন সোনার কোন ক্ষতি হয়নি এটা আশ্চর্যজনক ব্যাপার সবই তার কৃপা।🙏 অবশেষে টিভি টা ঠিক হয়েছে যেনে ভালো লাগলো।এরকম ঘটনা এই প্রথম শুনলাম শুনেই অনেক ভয় লাগছে, ঈশ্বর সবসময়ই টিনটিন সোনাকে সকল বিপদ থেকে রক্ষা করুক এই প্রার্থনা করি। 🙏🙏🙏

 2 years ago 

আমিও এই প্রথম শুনলাম যে প্লাস্টিকের বোতল যে বিস্ফোরণ হয়😉😉।৩নং ছবির টিনটিনের হাসিটা আমার কাছে এত মায়া লাগছে,আসলেই বুঝাই যায় না,সে কোন দুষ্টামি করে😜😜,মনে হয় ভূত এসে দুষ্টামি গুলো করে যায়,দোষ পরে শান্তশিষ্ট বাবাটার😊😊

 2 years ago 

ছোট মানুষ একটু দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক ব্যাপার। বাড়িতে কোন কোল্ড-ড্রিংকস অথবা হুইস্কি চলবে না এটারই জানান দিল টিনটিন বাবু। কোল্ড-ড্রিংকস যে ব্লাস্ট করে এটাই প্রথম শুনলাম, যাইহোক কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি এটাই বড় কথা। ফটোগ্রাফিতে প্রত্যেকটি ছবি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

ওরে বাবা কি দুরুন্ত ছেলে। কোল্ড ড্রিঙ্কসের বোতল ব্লাস্ট হওয়ার কথা আমিও এই প্রথম শুনলাম। যাক অবশেষে এত দামী টিভি টা ঠিক করা গেছে এটাই অনেক। আসলে দাদাভাই এই বয়সে এই ধরনের দুষ্টুমি না করলে শৈশবকালটা এমন মজাদার স্মরণীয় হয়ে উঠবে না। টিনটিনের জন্মদিনের উৎসব দেখছি বেশ জমজমাট হয়েছে। সবগুলো ছবি বেশ সুন্দর দেখাচ্ছে। টিনটিনের জন্য এবং আপনাদের পরিবারের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❣️।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.23
JST 0.038
BTC 104229.43
ETH 3217.74
SBD 5.54