You are viewing a single comment's thread from:
RE: টিনটিনের জন্মদিনের কিছু বিশেষ মুহূর্তের ফটোগ্রাফ - এপিসোড ০১
ওরে বাবা কি দুরুন্ত ছেলে। কোল্ড ড্রিঙ্কসের বোতল ব্লাস্ট হওয়ার কথা আমিও এই প্রথম শুনলাম। যাক অবশেষে এত দামী টিভি টা ঠিক করা গেছে এটাই অনেক। আসলে দাদাভাই এই বয়সে এই ধরনের দুষ্টুমি না করলে শৈশবকালটা এমন মজাদার স্মরণীয় হয়ে উঠবে না। টিনটিনের জন্মদিনের উৎসব দেখছি বেশ জমজমাট হয়েছে। সবগুলো ছবি বেশ সুন্দর দেখাচ্ছে। টিনটিনের জন্য এবং আপনাদের পরিবারের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ❣️।
Thank You for sharing...