RE: বর্ষাকালের সাধারণ কিছু উদ্ভিদের ফটোগ্রাফি।
আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল। প্রকৃতির অপরূপ আরেক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে এই বর্ষাকালে
ভাইয়া,আষাঢ় এবং শ্রাবণ এই দুমাস সত্যি প্রকৃতি যেন তার নবরূপে উজ্জীবিত হয়। বৃষ্টির সময় প্রকৃতির সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়।গাছে গাছে নতুন পাতা গজায়।আসলেই যারা প্রকৃতিপ্রেমিক তারা এই সময়টাকে সবসময় উপভোগ করে।ভাইয়া, বৃষ্টির সময় প্রকৃতির যে সৌন্দর্য ফুটে উঠে তা আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন খুবই ভাল লেগেছে।ভাইয়া, প্রতিটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে ভাইয়া,আপনি হলুদ রঙের যে ফুলটা শেয়ার করেছেন সেটি হচ্ছে ঢেঁড়স ফুল।ভাইয়া সবশেষে যে উদ্ভিদের আপনি ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আসলেই ভেষজ জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদের অনেক প্রাকৃতিক উপকারিতা গুণ রয়েছে।আমি প্রায় সময় পেটে সমস্যা হলে এই শাক ভাজি করে খেয়ে থাকি। খুব ভালো লেগেছে ভাইয়া, আপনার পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ ভাইয়া 🥰🥰🥰
শ্বেতদ্রোণ এই উদ্ভিদের যে বেশ ঔষুধী গুন আছে সেটি আমি মোটামুটি জানি। তবে পেটের সমস্যার জন্য ও যে এটি কার্যকর এবং এটিকে যে ভাজি করে ও খাওয়া যায় এ বিষয়টি আমার জানা ছিলনা। যাইহোক আপনার মাধ্যমে এই উদ্ভিদের আরো একটি ঔষধি গুণ জানতে পারলাম।