বর্ষাকালের সাধারণ কিছু উদ্ভিদের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ২৮ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল | |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1660285927048.jpg

আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল। প্রকৃতির অপরূপ আরেক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে এই বর্ষাকালে। বর্ষাকালে মাঠে-ঘাটে নতুন নানান ধরনের উদ্ভিদ গজাতে দেখা যায়। সেইসব উদ্ভিদগুলোর কিছু উদ্ভিদ আমাদের সকলের পরিচিত এবং কিছু উদ্ভিদ অপরিচিত। আর বর্ষাকালের এই পরিচিত এবং অপরিচিত উদ্ভিদের কিছু ফটোগ্রাফিক আজ আপনাদের সাথে শেয়ার করব।

কিছুদিন আগে প্রকৃতি ঘেরা একটি সবুজ জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কিছু সময় নিজের মতো করে কাটাবো বলে। আর ওখানে গিয়ে বর্ষাকালের কিছু পরিচিত উদ্ভিদ চোখে পড়লো তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করার জন্য সে সকল উদ্ভিদের কিছু ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি টি করার কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছিল যার কারণে প্রকৃতিটা কিছুটা ভিজে ভিজেছিলো। যাই হোক , এখানে শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ কিছু উদ্ভিদকে কেন্দ্র তোলা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই ফটোগ্রাফিগুলো ভালো লাগবে।


IMG_20220810_105317-01.jpeg


এখন বর্ষাকাল তাই গাছে গাছে নতুন পাতা গজাতে দেখা যায়। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই গাছের পাতাগুলো থেকে টপটপ করে পানি ঝরছে। আর এই ছোট্ট কচি লাল পাতা টি দেখেতে খুবই আকর্ষনীয় লাগছিল। তাই এটির একটি ফটোগ্রাফি করি। গাছটি কোন ফুল কিংবা ফলের গাছ নয় এটি সাধারণ একটি উদ্ভিদ।


Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist


IMG_20220810_105129-01-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

ছোট্ট এই পোকাটি সবুজ পাতার সাথে বেশ ভালোভাবেই আঁকড়ে আছে। পাতার বেশিরভাগ অংশই কেটে ফেলেছে এই পোকাটি। বর্ষাকালে প্রায় সময় গাছের পাতা গুলোর মধ্যে এরকম পোকা দেখতে পাওয়া যায়।


IMG_20220810_105541-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

একটি ঝোপের মধ্যে এই জবা ফুলের গাছটি। আপনারা নিশ্চয় দেখতে পারছেন অন্যান্য লতাপাতার সাথে একেবারে জড়িয়ে আছে এই জবা ফুলটি।


IMG_20220810_111137-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

এটি হচ্ছে একটি খেলার মাঠ। তবে বর্ষাকালে এটি একেবারে খেলার অনুপযোগী হয়ে যায় কেননা বর্ষাকালে বৃষ্টির পানিতে মাঠের মধ্যে বড় বড় ঘাস এবং উদ্ভিদ জন্মায়। ফটোগ্রাফির করার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল যার কারণে আকাশে মেঘ কেটে একেবারে নীল হয়ে গিয়েছে।



Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

বর্ষাকালে অন্যতম একটি সবজির ফুল হচ্ছে এটি। ফুলটি দেখতে খুবই সুন্দর। আপনারা জেনে থাকলে বলবেন এটি কোন সবজির ফুল।




Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

অদ্ভুত এক গাছ হচ্ছে এই লজ্জাবতী গাছ। যার পাতা ছোঁয়া মাত্রই বন্ধ হয়ে যায়। বর্ষাকালে ঝোপঝাড়ে প্রায় জায়গায় এই লজ্জাবতী গাছ দেখতে পাওয়া যায়। আর এই গাছের পাতাগুলো যেমন সুন্দর ফুলগুলো ঠিক ততটাই সুন্দর।


IMG_20220810_105142-01-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

এটি হচ্ছে বর্ষাকালের অতি পরিচিত একটি উদ্ভিদ। বাড়ির আনাচে-কানাচে প্রায় জায়গায় এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায়। উদ্ভিদের ছোট্ট হলুদ রঙের ফুল গুলো এই উদ্ভিদের সৌন্দর্য বাড়িয়ে দেয়।


IMG_20220810_110950-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 10 August 2022
W3w Location :https://what3words.com/mandolin.mile.purist

এটিও বর্ষাকালের অন্যতম আরো একটি পরিচিত উদ্ভিদ। ঝোপঝাড়ে প্রায় এসব উদ্ভিদগুলো আমাদের চোখে পড়ে। তবে অনেকে এটিকে সাধারন একটি উদ্ভিদ ভেবে ভুল করি। এটি একটি ভেষজ উদ্ভিদ। এটার নাম হচ্ছে শ্বেতদ্রোণ। এটি বেশ উপকারী একটি উদ্ভিদ আমাদের মানব শরীরের জন্য । এই উদ্ভিদের পাতা কফ-কাশি, কৃমি, চুলকানি ও চর্মরোগ নিরাময়ে বেশ ভালো ভূমিকা রাখে। আমি বিশ্বাস করি প্রত্যেকটি রোগের ঔষধ প্রকৃতিতে রয়েছে শুধুমাত্র সে সব উদ্ভিদ গুলোকে খুজে বের করা।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল। প্রকৃতির অপরূপ আরেক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে এই বর্ষাকালে

ভাইয়া,আষাঢ় এবং শ্রাবণ এই দুমাস সত্যি প্রকৃতি যেন তার নবরূপে উজ্জীবিত হয়। বৃষ্টির সময় প্রকৃতির সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পায়।গাছে গাছে নতুন পাতা গজায়।আসলেই যারা প্রকৃতিপ্রেমিক তারা এই সময়টাকে সবসময় উপভোগ করে।ভাইয়া, বৃষ্টির সময় প্রকৃতির যে সৌন্দর্য ফুটে উঠে তা আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন খুবই ভাল লেগেছে।ভাইয়া, প্রতিটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে ভাইয়া,আপনি হলুদ রঙের যে ফুলটা শেয়ার করেছেন সেটি হচ্ছে ঢেঁড়স ফুল।ভাইয়া সবশেষে যে উদ্ভিদের আপনি ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আসলেই ভেষজ জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদের অনেক প্রাকৃতিক উপকারিতা গুণ রয়েছে।আমি প্রায় সময় পেটে সমস্যা হলে এই শাক ভাজি করে খেয়ে থাকি। খুব ভালো লেগেছে ভাইয়া, আপনার পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ ভাইয়া 🥰🥰🥰

 2 years ago 

শ্বেতদ্রোণ এই উদ্ভিদের যে বেশ ঔষুধী গুন আছে সেটি আমি মোটামুটি জানি। তবে পেটের সমস্যার জন্য ও যে এটি কার্যকর এবং এটিকে যে ভাজি করে ও খাওয়া যায় এ বিষয়টি আমার জানা ছিলনা। যাইহোক আপনার মাধ্যমে এই উদ্ভিদের আরো একটি ঔষধি গুণ জানতে পারলাম।

 2 years ago 

আপনারা জেনে থাকলে বলবেন এটি কোন সবজির ফুল।

ভাইয়া আপনি যেই ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেই ফুলটি ঢেঁড়সের ফুল। ফুলটি কোন সবজির ফুল হলেও দেখতে কিন্তু দারুণ। বৃষ্টি ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ♥️♥️

 2 years ago 

বর্ষাকালের উদ্ভিদের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আমাটব সবচেয়ে বেশি ভালো লেগেছে লজ্জাবতী গাছের ফটোগ্রাফি। লজ্জাবতী গাছ দেখা গেলেও খুব কমই ফুল দেখা যায়।আপনার লজ্জাবতী গাছের ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা সুন্দর ফুলটি হচ্ছে ঢেঁড়সের ফুল। ঢেঁড়সের ফুল দেখতে খুবই সুন্দর। বৃষ্টি ভেজা প্রকৃতি আমার অনেক প্রিয়। জবা ফুলটিও দেখতে দারুন লাগছে। বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ঢেঁড়সের ফুল অন্য যেকোনো সবজির ফুল থেকে অনেক সুন্দর।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার কিছু বর্ষা কালের ফটোগ্রাফি করেছেন ৷আমার কাছে প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ৷

বর্ষাকালে অন্যতম একটি সবজির ফুল হচ্ছে এটি। ফুলটি দেখতে খুবই সুন্দর। আপনারা জেনে থাকলে বলবেন এটি কোন সবজির ফুল।

এটা হলো ঢেড়স সবজির ফুল আবার দুলফির ফুলের ফটোগ্রাফি ৷এরপর লজ্জা পতির গাছের ফুল ৷সব মিলে অসাধারণ ৷ধন্যবাদ খুব চমৎকার একটি ফটোগ্রাফি পোষ্ট উপহার দেওয়ার জন্য

 2 years ago 

একদম ঠিক বলেছেন এটি ঢেঁড়সের ফুল ।

 2 years ago 

সকালে আসলে প্রকৃতির নতুন রূপ নেয়, এসময় এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়ার ছবি তোলার হাত অনেক জোস।ছবি গুলোর ফোকাস এবং কালার চমৎকার এসেছে।ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটো শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মতামতের জন্য।

ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে কিছু ফুল, সাধারণ ও ভেষজ উদ্ভিদের এর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। তবে খেলার মাঠে একটি ছোট গাছের যে ছবিটি দিয়েছেন ঐটি সবচেয়ে সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর ফটোগ্রাফির জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.25
JST 0.039
BTC 94256.05
ETH 3358.02
USDT 1.00
SBD 1.73