লোভ!!
আসসালামু আলাইকুম বন্ধুরা।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মানুষ সবচেয়ে বেশি ভালো থাকে যখন নিজের লোকগুলোকে সামলাতে পারে। জন্মগতভাবেই লোভ মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। লোভ হল কোন কিছুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা বা এক ধরনের অনুভূতি যা নিয়ন্ত্রণ করা কঠিন। স্বাভাবিকভাবেই কিছু জিনিসের প্রতি মানুষের লোভ থাকবেই, যেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে কিন্তু যখন সেটা স্বাভাবিকের থেকে অতিরিক্ত হয়ে যায় তখন নিজের প্রতি কন্ট্রোল আনাটা খুব কঠিন হয়ে যায়।
একজনের লোভের জন্য শুধু নিজের ক্ষতি হয় তা না। আশেপাশের অনেকের অনেক কঠিন কিছু সাফার করতে হয়। যেমন লোভের কারণে একটি মানুষের স্বাভাবিকভাবেই নৈতিকতার অবক্ষয় দেখা দেয়। এর ফলে প্রতারণা, মিথ্যা কথা বলা এবং অন্যান্য বিষয়ে অসৎ পন্থা অবলম্বন করে উদ্দেশ্য হাসিল করার প্রবণতা বেড়ে যায়।
লোভ মানুষদের মধ্যকার সম্পর্ক নষ্ট করে। যেহেতু একজন লোভী ব্যক্তি স্বার্থপর হয় তাই বন্ধুবান্ধব পরিবার ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। যেখানে লোভ আছে সেখানে প্রশান্তি আসাটা দুষ্কর। মানুষের লোভের কোন শেষ নেই। কোন কিছু পেয়ে গেলেও তার থেকে বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়। তবে মানুষ চাইলে নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য নিজের অভ্যাসগত অনেক পরিবর্তন আনতে হয় নিজের মধ্যেই।
আপনার মধ্যে যদি লোভে না থাকে তবে দেখবেন আপনি এক প্রকার মানসিক প্রশান্তিতে আছেন। যেটা পাচ্ছেন সেটা নিয়েই আপনি সবসময় খুশি থাকতে পারছেন। কিন্তু যখনই লোভ আপনাকে ঘিরে ধরবে তখনই দেখবেন মানসিক চাপ এবং অশান্তি আপনার মধ্যে চলে এসেছে।
সবসময়ই নিজের চাহিদা, আকাঙ্ক্ষার একটা লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত। আপনার কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন সেটা বুঝতে হবে। প্রয়োজনের জন্য পরিশ্রম করে যান, কিন্তু অতিরিক্ত প্রাপ্তির লোভে অসৎ পথ অবলম্বন করবেন না। আবার অতিরিক্ত প্রাপ্তির লোভে নিজের সম্পদ এবং নিজেকে বিপদে ফেলবেন না।
সম্প্রতি সময়ে দেখা যায় বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে অনেকেই ইনভেস্ট করে বড় অংকের টাকা লোকসান গুনে। সঠিক বিচার বিশ্লেষণ এবং জ্ঞান না অর্জন করেই অতিরিক্ত লোভের বসে নিজের সম্বল টুকুও হারিয়ে ফেলে। হুঁশ ফেরে অনেক পরে, যখন আর কিছু করার থাকে না। আসলে সুখী জীবনযাপনের জন্য অতিরিক্ত কোন কিছুই প্রয়োজন নেই। শুধুমাত্র সকল চাহিদা মিটিয়ে সবাই সুস্থভাবে জীবন যাপন করাটাই প্রকৃত সুখী জীবন।
লোভ মানুষের জীবন ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নৈতিক, মানসিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে হবে। আত্মসচেতনতা ও সন্তুষ্টি চর্চার মাধ্যমে আমরা লোভমুক্ত একটি সুখী জীবন গড়ে তুলতে পারি। লোভ থেকে দূরে থাকার মানসিকতা আমাদের শুধু একজন ভালো মানুষ নয়, একজন উন্নত নাগরিক হিসেবেও গড়ে তুলতে পারে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
লোভ মানুষকে ধ্বংস করে ফেলে। আসলে শুধু ইন্টারনেট জগৎ নয় সব জায়গাতে যারা বেশি লোভ করে তাদের পরিস্থিতি কখনো ভালো হয় না। তাই আমাদের উচিত লোভ থেকে নিজেকে সব সময় দূরে রাখা। ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
0.00 SBD,
0.17 STEEM,
0.17 SP
আসলে যারা লোভী, তারা অনেক সময় হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য মরিয়া হয়ে উঠে। আর তখন যেকোনো খারাপ কাজে লিপ্ত হতেও দ্বিধাবোধ করে না। সুতরাং লোভকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
0.00 SBD,
0.17 STEEM,
0.17 SP
লোভ মানুষ কে ধ্বংস করে।একজন লোভী মানুষ সব জায়গাতেই তার লোভের কারনে নিজের সবকিছু ই হারায়।হোক সেটা অনলাইনে কিংবা অফলাইনে।এটা একদম উচিত নয়।মানুষ হয়ে যখন জন্মেছে মানুষ। তার নূন্যতম মনুষ্যত্ববোধ থাকা উচিত।মনুষ্যত্ব ছাড়া একজন মানুষ কে পশুর সমান ই ধরা হয়।তাই আমাদের কে লোভ সংবরন করতে হবে সবার আগে।নিজের মধ্যে মানবিক গুনগুলোর যত্ন নিতে হবে সব সময়।
লোভ মানুষের মানসিক শান্তি নষ্ট করে ফেলে। আসলে লোভে পড়লে কখনো ভালো কিছু পাওয়া যায় না। তাই যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত এবং নিজের মত করে ভালো থাকা উচিত। অসাধারণ লিখেছেন ভাইয়া।
লোভ মানুষের সহজাত প্রবৃওি। মানুষের অনেক গুলো গুণাগুণের মধ্যে লোভ একটা। তবে আপনি যে ব্যাপার টা বোঝানোর চেষ্টা করেছেন সেটা আমি বুঝতে পেরেছি। কথাগুলো ঠিকই বলেছেন ভাই। সত্যি বলতে লোভের বশবর্তী হয়ে মানুষ সবরকম জ্ঞান একেবারে হারিয়ে ফেলে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তখন আর থাকে না।