লোভ মানুষের সহজাত প্রবৃওি। মানুষের অনেক গুলো গুণাগুণের মধ্যে লোভ একটা। তবে আপনি যে ব্যাপার টা বোঝানোর চেষ্টা করেছেন সেটা আমি বুঝতে পেরেছি। কথাগুলো ঠিকই বলেছেন ভাই। সত্যি বলতে লোভের বশবর্তী হয়ে মানুষ সবরকম জ্ঞান একেবারে হারিয়ে ফেলে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তখন আর থাকে না।