একটা বাবা-মা যখন ছোটবেলায় আমাদের নির্দ্বিধায় মানুষ করতে পারে, আমরা যখন বড় হই তখন আমরা একটা বাবা-মাকে মানুষ করতে পারিনা কিন্তু আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে।তাদের দেখভাল করা বয়স হয়ে গেলে ঠিক বলেছেন দাদা। অবশ্যই কর্তব্য ছেলে মেয়ের। বিদেশে আছে বাবা-মাকে ঠিকমতো খেয়াল খোঁজ-খবর নেয় না আসলে এরকম সন্তান হওয়ার থেকে না হওয়াই ভালো।