You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার গল্পটা মাঠ দখল নিয়ে। আমরা প্রতিদিন বিকেলে একটা মাঠে যেয়ে খেলতাম৷ তো একদিন দেখলাম সে মাঠে অন্য এলাকার কিছু ছেলে খেলতেছে। আমরা ওদের খেলা শেষ হতে দিলাম। এরপর আমরা বললাম চলে যেতে। তর্কাতর্কি চলছে। ওরা চলে যেতে বাধ্যই হলো। ওমা! কিছুক্ষন পর ওরা ওদের বড় ভাই নিয়ে হাজির। মজার বিষয় হচ্ছে ওদের বড় ভাই গুলা ছিলো আমাদের জুনিয়র 🤣🤣🤣🤣। যাক ওদের চিনি আমরা। পরে আমরাই প্রস্তাব দিলাম যে এক সাথে বাজি খেলা যাক। ওরা এক কথায় রাজি। ৫০০ টাকা বাজি ধরলাম টিম এর সবাই মিলে। জিতেও গেলাম আমরা। এরপর আর কোনো দিন ওদের এই মাঠে দেখিনি। বেচারারা ৫০০ টাকার শোকে কোমায় চলে গিয়েছিলো মনে হয় 😜😜😜।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98355.35
ETH 2782.44
SBD 0.68