রুদ্রর বাবার জন্য খারাপ লাগছে খুব। এমনিতেই ওনার কিছু তেমন নেই। তার উপর দুইবার লোকসানে কি হাল হয়েছে বেচারার কে জানে। মধ্যবিত্ত পরিবার গুলো এমনই হয়। বিশেষ করে বড় যারা হয়। তাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়। কিন্তু পরিবারের বাকি সদস্য এই ত্যাগ এর মূল্য দিতে পারেনা। যেমন রুদ্রর চাচারা।
ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।