You are viewing a single comment's thread from:

RE: ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি" - পর্ব ০১

প্রথমেই দাদাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা গল্পের প্রথম পর্বটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। যদিও গল্পটার প্রথম পর্ব কেবল মাত্র ই পড়লাম। আশা করি শেষ পর্যন্ত পড়তে পারলে গল্পটা ভালো লাগবে এবং এর সারর্মম বুঝতে পারব।

গল্পে কতোগুলো সুন্দর সুন্দর চরিত্র রয়েছে, দুলাল, নিতাই, দুলালের বই, বৃদ্ধ মা, তার ছোট বাচ্চা, এবং পাঁচী বুড়ি এবং তার কুকুরগুলো।


বাস্তবতার দোর গোড়াই দাড়িয়ে আজকের পর্বটা লিখা, এটা আমি মনে করি। গরিবেরা এক মুঠো পেটের ভাত জোগার করতে, রাতের ঘুমকে হারাম করে, ভয়কে জয় করে কাজ করতে লেগে যান। যেটা গল্পের দুল্লাল করে যাচ্ছেন। একজন মানুষ যখম একা তার পরিবারকে পরিচালনা করেন তখন তার জন্য সেটা অনেক কষ্টের। যদিও গল্পটা একটা ভৌতিক গল্প, তবুও মানব জীবনের এক চরম সত্য এই পর্বে প্রকাশ পেয়েছে। তবে আমি ভাবছি, নিতাই, যে সব সময় বক বক করতো, কি এমন হলো যে সে আজকে চুপ হয়ে গেল এবং পাঁচী বুড়ির বাড়ীর সামনে কি ঘটেছিল। আশা করি এর পরর্বতী পর্বে এর সকল উত্তরটা পেয়ে যাব।


আশা করি দাদা আমাদেরকে গল্পের দ্বিতীয় পর্বটা খুব তারাতারি পড়তে দিবেন। দাদার লেখা গল্পগুলোর সারর্মম বুঝতে গেলে আমাদের গল্পগুলো মনোযোগ সহকারে পড়তে হবে। তা না হলে কিছুই বোঝা যাবে না।


আমাদের মাঝে সব সময় এতো সুন্দর সুন্দর পোষ্ট উপহার দেওয়ার জন্য দাদাকে জানাই ধন্যবাদ, ভালোবাসা এবং শুভ কামনা।


Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53949.09
ETH 2223.84
USDT 1.00
SBD 2.31