You are viewing a single comment's thread from:

RE: দারুণ একটি বিকেল।

in আমার বাংলা ব্লগ2 years ago

আর বলিয়েন না ঢাকাতে আজকে যা রোদ উঠেছে, ফ্যান চালিয়ে গরম লাগছে।আমার তো মনে হয় শীতকাল টা শহর থেকেই উঠে যাবে😉।গ্রামে একটু একটু ঠান্ডা পরেছে শুনলে, মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে গ্রামে চলে যাই। যাই হোক তালের বিচির এই ভিতরে ফুপড়া গুলো আমার কাছে বেশ ভালো লাগে।নারিকেলের ফুলগুলো ও আমার কাছে বেশ ভালো লাগে।ধন্যবাদ

Sort:  
 2 years ago (edited)

যা বলেছেন আপু।।।
নারিকেলের ঐটাও আমার দারুন লাগে ।

শহরে লংটাইম স্টে করা আসলেই অনেক কষ্টের। দীর্ঘমেয়াদি প্লান করেন গ্রামে সেটেল হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67