আমার ভাই ও রাজশাহী থাকে,তার প্রয়োজনীয় পেপার আদান প্রদান করা হয় সুন্দর বন কুরিয়ার। মাঝে মাঝে কিছু লোকেশনের ব্যবহার এত খারাপ হয়,মনে হয় তারা ফ্রি তে কাজ করছে।তবে আমি মনে করি কুরিয়ার এর ক্যালানে গ্রীস্মের সময় রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ এর সুস্বাদু আম এবং লিচু খেতে পারি, ঢাকায় বসে।
হ্যাঁ এটা আমাদের অনেক উপকারে আসে। কিন্তু এটার সার্ভিস আরো উন্নতি করা প্রয়োজন।