আপনার শিমবাগানে দেখছি অনেক শিম হয়েছে। নিজের বাগানের শিম খাওয়ার আলাদা একটা মজা। বাজার থেকে আমরা যে কোন সবজি যতই কিনে খায় না কেন নিজের বাড়ির সবজি সব সময় বেশি মজা লাগে। পুকুর পাড়ে লাগানো শিম বাগানের চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন। শেয়ার করা ভিডিওগ্রাফি টি দেখে ভালো লাগলো।