ভিডিওগ্রাফি পোস্ট।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ সোমবার। ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, এ বছর আমাদের পুকুরপাড়ের অনেকগুলো জায়গায় শিম গাছের মাচা তৈরি করেছি। আর আমাদের শিম গাছের মাচায় বেশ অনেকদিন আগে থেকেই সুন্দর সুন্দর ফুল এসেছিল। কিন্তু সেই ফুল গুলো থেকে ফল আর হওয়ার আগেই ঝরে গিয়েছিল। অর্থাৎ শিম ফুল থেকে শিম সবজি না হতেই ফুলগুলো ঝরে যাচ্ছিল। এই সমস্যাটি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম। মুহূর্তে আমি আমাদের এলাকার দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসারের মাঠকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম। কিন্তু তারা এই বিষয়টা আবহাওয়া জনিত সমস্যা বলে চিহ্নিত করেছিল। একই সাথে তারা আরো একটি সমস্যার কথা আমাদেরকে বলেছিল।
সেটা হলো শিম সবজি গাছের অতিরিক্ত বৃদ্ধি জনিত কারণেও এমনটি হয়েছিল। আসলে পুকুর পাড়ে পড়ে থাকা জায়গা তো, যার কারণে শিম সবজি গাছগুলো অতিরিক্ত বৃদ্ধি হয়েছিল। আর সবজি গাছ বৃদ্ধি হওয়ার সময় সবজি গাছে ফুল আসলেও সেখান থেকে ফল হয় না-- এমনটাই বলেছিল কৃষি অফিসারের মাঠ কর্মীরা। তবে পৌষ মাসের শুরু থেকেই অল্প অল্প শিম সবজি এসেছিল আমাদের শিম সবজির মাচায়। একই সাথে পুরো শিম সবজির মাচা শিম ফুলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আর বর্তমান সময়ে সবগুলো ফুল থেকে শিম সবজি আসতে শুরু করেছে। আমাদের পুরো শিম সবজির মাচা যেন নতুন নতুন শিম সবজির ফুল ও শিমে পরিপূর্ণ হয়ে গেছে।
এ বছরে আমাদের পুকুর পাড়ে শিম সবজির চাষ করেছি সবজি বাজারে অর্থাৎ সবজির আড়তে বিক্রয় করার জন্য। তবে যেভাবে আমার শিম সবজি মাচায় শিম সবজি ধরতে শুরু করেছে, মনে হচ্ছে শিম সবজির বাম্পার ফলন হবে। তবে বাজারে শিম সবজির দাম যেমনি থাক না কেন, আমাদের প্রধান সফলতা হলো--নিজে পরিশ্রম করে নিজেদের পুকুর পাড়ে সুন্দর শিম সবজির মাচা তৈরি করতে সক্ষম হয়েছে এবং পরিবারের জন্য সম্পূর্ণ টাটকা শিম সবজি সরবরাহ করতে সক্ষম হয়েছি। যাহোক আমার শিম সবজি মাচার একটি অংশের কিছুটা ভিডিওগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি আশা করি আমার শিম সবজি মাচার এক অংশের ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।
https://youtube.com/shorts/vQXDiTkh-us?si=rch8ajhYF-cKIA9b
X-promotion link
আজকের কাজ সম্পন্ন।
আসলে সিম বা প্রতিটি সবজি যেমন দাম হোক না কেন তা যদি হয় নিজের হাতের চাষ করা সবজি তাহলে সেই রান্না করা সবজির স্বাদ হয় অতুলনীয়। আজ আপনাদের বাড়ির গাছের সিমের ভিডিওগ্রাফিটি দারুন করে তুলে ধরেছেন আমাদের মাঝে। এ ধরনের বিভিন্ন সবজি গাছের ভিডিওগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।
সঠিক বলেছেন ভাই বাজারে সিমের দাম যেমনই হোক না কেনো নিজের হাতে এরকম সিমের চাষ করতে পেরেছেন সেটাই অনেক বেশি। আপনার পুকুর পাড়ে লাগানো সিমের গাছে দেখতেছি অনেক সিমে হয়েছে। চমৎকার ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর ভাবে আমাদের শিম বাগান থেকে ভিডিও ধারণ করেছেন। আমিও ভিডিও ধারণ করেছিলাম। ভালো লাগে আমাদের পুকুর বাগান এর সবজি গাছগুলো। এবার আমাদের ব্যাপক শিমের গাছ হয়েছে। অনেক অনেক শিম ধরেছে। শিম গাছ গুলো দেখলে আমার বেশি ভালো লাগে।
আপনি দেখছি আজকে চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনি একদম ঠিক বলেছেন ভাই,আসলে বাজারে সিমের দাম যেমনই হোক না কেনো নিজের হাতে যদি সিম চাষ করা যায় তাহলে খেতে অনেক মজা লাগে। আপনি অনেক সুন্দর করে ভিডিও করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার শিমবাগানে দেখছি অনেক শিম হয়েছে। নিজের বাগানের শিম খাওয়ার আলাদা একটা মজা। বাজার থেকে আমরা যে কোন সবজি যতই কিনে খায় না কেন নিজের বাড়ির সবজি সব সময় বেশি মজা লাগে। পুকুর পাড়ে লাগানো শিম বাগানের চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন। শেয়ার করা ভিডিওগ্রাফি টি দেখে ভালো লাগলো।
এখন তো গ্রামের বাড়িতে বাড়িতে শিম গাছ দেখা যায়। আর সেই শিম গাছে প্রচুর শিম ধরেছে। ভিডিওগ্রাফিতে সেই চিত্র দেখতে পেলাম। অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।
শীত কালের পছন্দের একটি সবজি হচ্ছে শিম।আপনি দারুণ ভাবে শিম সবজির ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে এবং তার সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।