ঠিক বলেছেন, মুলা অন্য সময় পাওয়া গেলেও শীতকালের মত সুস্বাদু হয় না। কালকে হ্যাংআউটে মুলা নিয়ে মজার মজার কথা শুনে আজকে তো মুলা দিয়ে দারুন রেসিপি তৈরি করেছেন। মুলা অনেকভাবে খেয়েছে তবে ভর্তা করে কখনোই খাওয়া হয়নি। মুলা ভর্তা বেশ লভনীয় লাগছে খেতে নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিলো।আপনার রেসিপিটি তৈরি করা দেখে আমারও ইচ্ছে করছে রেসিপিটি তৈরি করে একবার খেয়ে দেখার।মুলা ভর্তা রেসিপি টি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ দিদি।
একদিন বানিয়ে খেয়ে ফেলুন ভালো লাগবে।