স্বরচিত কবিতা শীতের আগমনী।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-১৮ ই অক্টোবর , শুক্রবার ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। এখন অবশ্য হেমন্তকাল কিন্তু সকালবেলা লক্ষ্য করলে দেখা যায় হালকা হালকা শীত পড়ছে। শীতের আগমনী ঘটে গেছে। তাই একটি কবিতা লিখলাম। সেই কবিতাটি আপনাদের সাথে আজ শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
শীতের আগমনী
চারিদিকে ছড়িয়ে দেয় মুগ্ধতার রেশ।
শিশির মাথা ঘাস, শীতল হিমেল হাওয়া
নিয়ে এলো শীতের আগমনীর ছোঁয়া।
সকাল বেলার মিষ্টি রোদ সঙ্গে পিঠেপুলি
কি দারুন ভালোবাসায় ভরে যাই ঘরগুলি।
শীতের সকাল জুড়ে কি দারুন পরিবেশ
পাখির কন্ঠের সুরেলা গান মনোরম বেশ।
শীত মানেই গ্রাম বাংলার এক অপরূপ সাজ,
গলায় হাড়ি পড়ে সাজে প্রতিটি খেজুর গাছ।
খেজুর রস খাওয়ার কি ভীষণ মজা
চুরি করে খেতে গিয়ে, যদি পায় সাজা ।
আরো কতো ফসলাদি, আর ফুলের বাহার
পাড়ায় পাড়ায় চড়ুইভাতী আর উৎসব আহার।
এক অন্যরকম উচ্ছ্বাস সবার।
শীত হলো মোদের কাছে ভীষণ মজার।
প্রতিটি দিন মেতে ওঠে অন্যরকম সাজে
বছর পরে শীত এসেছে আমাদের মাঝে।
কত স্মৃতি পড়ে আছে গত শীতের ভিড়ে
সবকিছু আজ মনে পড়ে শীতের আগমনীর সুরে।
শীতের প্রকৃতি মনোমুগ্ধকর। শীত আসে সঙ্গে নিয়ে আসে দারুন অনুভূতি। শীতের সকালের কুয়াশা, ঘাসের ডগায় জমে থাকা শিশির, মিষ্টি রোদ, সঙ্গে নানান রকম পিঠে পুলির স্বাদ যা মনের মধ্যে অন্যরকম আবেশ সৃষ্টি করে। শীতকাল মানে ভালোবাসার ঋতু। শীতকাল ভালোবাসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায়।শীতকালের এই মনোরম সুন্দর পরিবেশ কবির মনে কবিতা জাগায়।
পোস্টের বিবরণ
ডিভাইস: ভিভো ওয়াই-২০
তারিখ: ১৬ ই অক্টোবর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


তোমার স্বরচিত কবিতাগুলো সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। "শীতের আগমনী" কবিতাটি ছন্দে ছন্দে চমৎকার হয়েছে। কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। এই কবিতায় গ্রাম বাংলার শীতের সৌন্দর্য ফুটে উঠেছে। শীতের মনোরম পরিবেশে কবির মনে কবিতার সঞ্চার ঘটেছে। অনেক সুন্দর একটি কবিতা বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শীতের আগমন উপলক্ষে আপনিও নিজের কবিতার মাঝে অনেক সুন্দর করে অনুভূতি তুলে ধরেছেন আপু। আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।
আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু এভাবেই উৎসাহ মূলক মন্তব্য প্রদান করে পাশে থাকবেন।
শীত এসে গেল মনে হচ্ছে আপনার কবিতা পড়ে৷ বেশ ছড়া আকারে অন্তমিলের কবিতা লিখেছে৷
ভড়ে-ভরে, অপরুপ-অপরূপ
এই দুটো বানান একটু দেখে নেবেন৷ র আর ড় এর সমস্যা এখানে প্রচুর ব্লগারের মধ্যে রয়েছে৷ হয়তো উচ্চারণের ত্রুটির কারণে এই কনফিউশান তৈরি হয়৷
এছাড়া আপনার বাকি কবিতাটি একেবারে নিটোল।
সুন্দর মন্তব্য প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। বানানগুলো ভুল করেছিলাম আপনি শুধরে দিয়েছেন পরে ঠিক করে নিয়েছি।
বেশ সুন্দরভাবে আপনি আপনার কবিতার মাধ্যমে শীতের প্রকৃতি তুলে ধরেছেন। বেশ ছন্দের মিল করে কবিতাটি লিখেছেন। তাই পড়ে বেশ ভালো লাগলো। আর এটা একেবারেই ঠিক শীত বেশিভাগ লোকেরই পছন্দের ঋতু। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আমার লেখা কবিতা পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। হ্যাঁ আপু শীত বেশিরভাগ লোকেরই পছন্দের ঋতু।
ভোর বেলা তে এখন একটু কুয়াশা দেখা যায়। প্রকৃতিতে শীতের আগমন ঘটছে। এই ধরনের মুহূর্তগুলো আসলেই ভালো লাগে। আপনি শীতের আগমন নিয়ে দারুন একটা কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপনার পুরো কবিতাটা পড়ে। প্রকৃতিকে নিয়ে লেখা কবিতা গুলো আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু প্রকৃতিতে শীতের আগমন ঘটেছে। আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
শীতের আগমনী বার্তা নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। এখন গ্রামে কিছুটা শীত অনুভব করা যায়। তবে শহরের দিকে এখনো শীতের বুঝা যাচ্ছে না। আশা করা যায় নভেম্বরের মাঝামাঝি সময়ে কিছুটা শীতের আবহাওয়া অনুভব করা যাবে। যাই হোক আপনার কবিতাটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া এখন গ্রামে কিছুটা শীত অনুভব করা যায়। শহরে শীত এখনো বোঝা যাচ্ছেনা। আজি শহরে এসে এটা খেয়াল করলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে এভাবে পাশে থাকবেন।
দীর্ঘ এক বছর পর আমরা আবার শীতের ছোঁয়া পাচ্ছি। আশা করছি খুবই তাড়াতাড়ি আমাদের মাঝে শীত চলে আসবে। আপনি দেখছি আজকে শীতের আগমন উপলক্ষে খুবই সুন্দর করে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। আসলে আমার ও অন্যান্য সব ঋতুর থেকে শীতকাল একটু বেশি ভালো লাগে।
হ্যাঁ ভাইয়া দীর্ঘ এক বছর পর আমরা আবার শীতের ছোঁয়া পাচ্ছি। বেশিরভাগ মানুষেরই শীতকাল পছন্দ আপনিও তার মধ্যে একজন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে এটি ঠিক হেমন্তকালে সকালবেলা হালকা শীতল আবহাওয়া থাকে।শীতের আগমনী কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে সুন্দর শীতের আগম নিয়ে মনের অনুভূতি প্রকাশ করেছেন। তবে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।