শীত এসে গেল মনে হচ্ছে আপনার কবিতা পড়ে৷ বেশ ছড়া আকারে অন্তমিলের কবিতা লিখেছে৷
ভড়ে-ভরে, অপরুপ-অপরূপ
এই দুটো বানান একটু দেখে নেবেন৷ র আর ড় এর সমস্যা এখানে প্রচুর ব্লগারের মধ্যে রয়েছে৷ হয়তো উচ্চারণের ত্রুটির কারণে এই কনফিউশান তৈরি হয়৷
এছাড়া আপনার বাকি কবিতাটি একেবারে নিটোল।
সুন্দর মন্তব্য প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। বানানগুলো ভুল করেছিলাম আপনি শুধরে দিয়েছেন পরে ঠিক করে নিয়েছি।