রিভিউ টা পড়ে বেশ ভালো লাগলো। আর আলাদা করে দেখতে হবে না। পড়েই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলো।তবে আরেকটু স্পয়েলার ফ্রী হলে আরেকটু ভালো লাগতো। এটা একদমই ঠিক যে পয়সা হলে মানুষ কোথা থেকে উঠে এসেছে সেটাই ভুলে যায়। যেটা মোটেই উচিত না। আমরা শিকড় ভুলে গেলেই আমাদের সমস্যা।