আপনাকে একটা বই দেখাই দাদা, হয়তো আপনার কাছে থাকলেও থাকতে পারে।তবে কৌতুহলবশত এই বইটা আমি কিনেছিলাম।বইটা পড়ে মনে হয়েছে কৌতুহলটা যথেষ্টই কাজে লেগেছে।বাংলা সাহিত্যে একচেটিয়া গোয়েন্দা বলতে আমরা বুঝি ফেলুদা অথবা ব্যোমকেশ। আর বাচ্চাদের জন্য বড়জোর পান্ডব গোয়েন্দা।কিন্তু একটু পেছনের দিকে গিয়ে চর্চা করলে দেখা যাবে, বাংলা সাহিত্যে এরকম অনেক গোয়েন্দার কাহিনী আছে যেগুলো সত্যিই এক কথায় এক একটা রত্নখনি।সুতরাং আপনার এই পোস্টটা দেখে বেশ ভালো লাগলো। যে চর্চাটা বর্তমানে খুব কম লোকে করে, সেটা নিয়ে কিছু অন্ততঃ লিখলেন।