খাদ্য রসিক লোকজন হলে যা হয় আর কি। সব কিছু তেই আমাদের খাওয়া আগে। আর আমি দেখেছি বড়রা যদি এমন হই হুল্লোড় করতে পছন্দ করে তবে বাচ্চারা আরেকটু বেশী উৎসাহ পায়। আর এই ধরণের বড়রা বেশ কম বেশী স্পনসরও করে
এখানে যেমন আন্টি জ্বালানি স্পনসর করে দিলেন। ঘর থেকে চাল ডাল নিয়ে বেগুন নিয়ে ছোট খাট চড়ুইভাতি তো জমে ক্ষির একদম।
একদম জমে ক্ষীর। আর খাবারের স্বাদের কথা নাই বললাম।ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।