You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৮
ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।
আজ সবের মাঝেও একাকী আমি পথ চলি,
বিস্তির্ণ মরুভূমিতে এক চিলতে মরীচিকা সম
তব দেখা পায়, এই চিত্ত মম
জানিনা এই তিমির কভু কী শেষ হবে?
হৃদয় নিঙরে দেখো, শুধু তোমারই নাম পাবে
ভালোবাসা বুঝি একেই বলে, দারুণ মিলিয়েছেন উপরের অংশের সাথে, সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ। 😊
বাহ বেশ ভালো লিখেছেন তো, আমার কিন্তু বেশ ভালো লাগলো।