আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৮

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

লেখকঃ

@blacks

লেখকের অনুভূতিঃ

ভালোবাসায় আসলে কোনো জয় নেই, নেই কোনো পরাজয়। আছে বিচ্ছেদ, একরাশ দুঃখ ভোগ। তবুও একটা বিশুদ্ধ প্রেমের জন্য মানুষ অপেক্ষা করে থাকে। তাই তো একজন ব্যর্থ প্রেমিক এক শ্রাবণ এর সম পরিমাণ চোখের জল কে ও কম প্রতিদান হিসাবে দেখছে, প্রিয়ার বিশ্বাসঘাতকতা বড় পীড়া দেয় প্রেমিক কে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

আজ সবের মাঝেও একাকী আমি পথ চলি,
বিস্তির্ণ মরুভূমিতে এক চিলতে মরীচিকা সম
তব দেখা পায়, এই চিত্ত মম
জানিনা এই তিমির কভু কী শেষ হবে?
হৃদয় নিঙরে দেখো, শুধু তোমারই নাম পাবে

 2 years ago 

ভালোবাসা বুঝি একেই বলে, দারুণ মিলিয়েছেন উপরের অংশের সাথে, সুন্দর হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ। 😊

বাহ বেশ ভালো লিখেছেন তো, আমার কিন্তু বেশ ভালো লাগলো।

 2 years ago 

তুমি ছিলে আমার জীবনে আনন্দের ভেলা
তাহলে কেন ছেড়ে গেলে আমায় এই আবেলা।
তুমি ছাড়া এ জীবন শুন্য মনে হয়
তোমার জন্য সাত সমুদ্র ছোট নদী মনে হয়।
তুমি ছিলে আমার জীবনে আশার আলো
বিরহ ব্যাথায় মনটা কয়লার মতো কালো।
প্রেমের শেষ পরিণতি এমনি বিষাদময়
বেঁচে থেকে কি লাভ ,মরণই সুখময়।

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাই, মনে হচ্ছে পুরো কবিতাটি পূর্ণতা পেলো। কথার সাথে ছন্দ-মিলে হয়েছে সুন্দর কাব্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ভাঙা হৃদয়ের গহীনে শুধু তুমি,
জোড়া লাগালে এক হব তুমি আর আমি।
শ্রাবণের ধারার মতো আমার চোখের নদী,
কিভাবে আছো তুমি স্থির উদ্যমী।
কতদিন যেন মন ভাঙ্গা একা শূন্যতা,
তুমি চাইলেই যেতে পারো এই মনের গভীরতা।

 2 years ago 

আরে দারুন হয়েছেতো, মনে হচ্ছে উপরের অংশের সাথে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে, খুব সুন্দর লিখেছেন।

 2 years ago 

দুঃখের জোয়ার ভরা ভালোবাসায়
তোমার আগমনী অপেক্ষায়...
যেখানে পবিত্র সম্পর্কগুলি বাসা বাঁধবে
শ্রাবনের বারিধারার মতো তীর বিদ্ধ হয়ে,
ক্লান্ত হৃদয় শুন্যতায় ঘেরা, বড়োই উদ্যমী
ভাঙা বিশ্বাসে তোমার মন বিফলতার আস্ফালি।।

 2 years ago 

সুন্দর হয়েছে আপু, ছন্দগুলো দারুণ লেগেছে আমার কাছে। কবিতার ছন্দে অনেকেই লিখছে দারুণ আনন্দে।

 2 years ago 

👍একদম ভাইয়া, আপনাদের কাছ থেকেই তো লেখার অনুপ্রেরণা পাই।🙏

 2 years ago 

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

আমারও শূন্য হৃদয় তাই এসেছি শূন্য হাতে
দুঃখের মাঝে উৎসব হবে অজানা এক প্রাতে
কান্নার নোনা জল , সেতো সাথী আজীবন
সাথে এনেছি শ্রাবন তুমি ভিজবে প্রতিক্ষন
করুক বিশ্বাসঘাতকতা পূবের হাওয়া
বিস্তীর্ণ ওপারে হবে দুজন দুজনাকে পাওয়া।

 2 years ago 

অনেক সুন্দর মিলিয়েছেন ভাই, কবিতা যেন পূর্ণতা পেয়ো গেলো। ধন্যবাদ

 2 years ago 

যে আমাকে ডাকবে না,
তাকেও আমি কখনো খুঁজবো না।
যে ডাকবে আমায় যতটুকু,
আমিও ধরা দেবো ততটুকু।
যে থাকবে আমার বিপরীত,
আমি থাকবো নাকো তার উপকৃত।
যে ডাকবে আমায় অতিরঞ্জন করে,
সে থাকবে আমার মনের ঘরে।

 2 years ago 

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

আমার হৃদয়ের গহীনে তোমারি বসবাস।
তোমার অপেক্ষায় থাকি সারা বছর মাস,
কবে তুমি আসবে বলো আমারই ঘরে।
ভাঙ্গা হৃদয়টা করে দিবে চাঙ্গা,
তাইতো আজও আছি আমি তোমারি অপেক্ষা।

 2 years ago 

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

আমি দিতে চাই তোমায়
পুরো শ্রাবণের অবারিত সুখ,
কেন তুমি ধরা দিলে
আমার এই শূন্য হৃদয়।
আমি তোমাকে কি করে বোঝাবো
আমার এ হৃদয় ভেঙ্গে কতটা হয়েছে ক্ষত,
এই ক্ষত হৃদয় তুমি শুধু পাবে
যন্ত্রণা আর লাঞ্ছনা।
আমি সইতে পারবো না তোমার এই কষ্ট
তুমি ফিরে যাও ফিরে যাও
আমাকে আমার শূন্যতা নিয়ে
কাটাতে দাও এ জীবন।

 2 years ago 

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

তবুও আকাশের দিকে তাকিয়ে বললাম
তুমি আমার আকাশ,তুমি কখনো হারাবে না।
প্রতিদিন তোমাকে ভেবে দিনের শুরু এবং শেষ হয়। তুমি প্রতিদিন আমার থাকবে।
আমার কাছে তুমি চিরনতুন। সেই, সেই,,
সেই তুমি,,,ভিশন শূন্যতায় যে অনির্বাণ শিখা।
♥♥

 2 years ago 

ভীষণ শূন্যতা নিয়ে যে হৃদয় ভাসে
সেই বেদনার সাগরে তুমি কেন এলে?
এখানে বারোমাস নোনাজলে
দুঃখের উৎসব হয় বিস্তীর্ণ আহ্লাদে,
পুবের হাওয়া হঠাৎ বিশ্বাসঘাতকতা করে,
এক শ্রাবণ তোমার জন্য কম পড়ে যাবে।

ভীষণ নিরানন্দ যে জীবন জুড়ে
বিষাদের সুর বাজাতে কেন এলে?
এখানে আমি আর আমার বিষাদ মন
সুখের আশা শুধুই বৃথা আস্ফালন।
বিষাদ জীবন হঠাৎ চরম নাটকীয়তার ঘোরে,
দুঃখের ঘন মেঘ যেন আছড়ে পরে যাবে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97887.76
ETH 3371.78
USDT 1.00
SBD 3.36