You are viewing a single comment's thread from:
RE: || ভুতনি - এক গা ছমছমে গ্রামের পথে... ||
ছবিগুলো বেশ ভালোই এসেছে। ভুতনি নামকরণের কোন ইতিহাস আছে কিনা খোঁজ নিয়ে দেখতে পারেন। লোকাল বয়স্ক লোকজন জানতে পারে, আর নয়তো গুগুল বাবাই ভরসা।আর এটা একদম ঠিক, আত্মীয়স্বজনের বাড়ি গেলে খাবারের চাপে মারা পড়ার যোগার হয়।আমি একবার মামাবাড়িতে গিয়ে ১৫ দিনে ৪ কেজি গেইন করে এসেছিলাম।
হাহাহা, ঠিকই বলেছেন দিদি, কদিন থাকলে তাই হতো আমারও। আর নামকরণটা নদী ঘেরা জঙ্গল ঘেরা জায়গা বলে, এটা পিসির মুখে শুনেছিলাম।