ব্যাচেলার দিবসও যে আছে তা আগে জানতাম না ৷ আপনার মাধ্যমেই প্রথম জানলাম ব্যাচেলার দিবস সম্পর্কে এতো কিছু ৷ ভীষণ ভালো লাগলো এতো কিছু জেনে আর মজাও লাগলো ৷ যাক ব্যাচেলার দের জন্যও একটা ডে আছে আর সেটা আজ জেনে ভালো লাগলো ৷ অনেকে কিছুই জানতে পারলাম আপনার এই ব্লগের মাধ্যমে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷
জী ভাইয়া ব্যাচেলার দিবসও আছে। সাথে থাকলে আরো অনেক কিচু জানতে পারবেন। ধন্যবাদ।