আপনি অনেক সুন্দর মনমুগ্ধকর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার এই অনু কবিতায় আমার সবথেকে একটি লাইন পছন্দ হয়েছে সেটি হল "নীল আকাশে লেখা থাকে মনের সকল হতাশা।" আপনার কবিতার লাইনগুলোর সাথে আমি অনেকটাই রিলেট করতে পারছি। অনেক ভালো লাগলো আপনার কবিতাগুলো পড়ে। ধন্যবাদ।